Fri. Sep 20th, 2024
IND VS ENG

 ভারত ও ইংল্যান্ডের মধ্যে  দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা পরিবর্তন খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেলেন সারফারাজ খান ও সৌরভ কুমারকে ওয়াশিংটন সুন্দরকে দলে জায়গা দেওয়া হয়েছে। INDIA TEST SQUAD, INDIA TEST SQUAD

ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি টেস্ট সিরিজের  দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান কে এল রাহুল এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে প্রথম টেস্টের চতুর্থ দিনে হ্যামস্ট্রিং এ চোট পান রবীন্দ্র জাদেজা এবংকোয়াড্রিসেপ্সে চোট রয়েছে রাহুলের ফলে দুজনের পক্ষে দ্বিতীয় টেস্ট খেলা সম্ভব নয় । প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান স্কোর করেন রবীন্দ্র জাদেজা ও রাহুল। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২৮ রানে হেরে পাঁচ ম্যাচে সিরিজে ১-০ পিছিয়ে রয়েছে ভারত। এই দুই অভিজ্ঞ খেলোয়ারকে দ্বিতীয় টেস্ট না পাওয়ায় অধিনায়ক রোহিত শর্মার চিন্তা বাড়তে চলেছে।

 রাহুল ও রবীন্দ্র জাদেজার চোটের কারণে জাতীয় দলে জায়গা পেলেন মুম্বাইয়ে ব্যাটম্যান সারফারাজ খান, সৌরভ কুমার  এবং ওয়াশিংটন সুন্দর।দু-তিন মরশুম  ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো প্রদর্শন করার পরেও জাতীয় দলে ডাক পাননি সারফারাজ খান। অবশেষে তিনি জাতীয় দলের ডাক পেলেন । প্রথম শ্রেণীর ক্রিকেটে সারফারাজ খানের গড় হল ৬৯. ৬। ২০২২-২৩ মরশুমে মোট  ছয়টি ম্যাচে  ৫৫৬ রান করেছেন সারফারাজ ।

 দ্বিতীয় টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক) শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেট কিপার), ধ্রুব জুরেল (উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মো. সিরাজ, মুকেশ কুমার, জাসপ্রিত বুমরাহ (সহ অধিনায়ক) , রজত পতিদার, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার।

ফুটবল খেলার খবরের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন – ফুটবলের খবর

IND VS ENG 2024 2ND TEST INDIAN SQUAD ?

রোহিত শর্মা (অধিনায়ক) শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেট কিপার), ধ্রুব জুরেল (উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মো. সিরাজ, মুকেশ কুমার, জাসপ্রিত বুমরাহ (সহ অধিনায়ক) , রজত পতিদার, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার।

IND VS ENG 2024 2ND TEST VENUE?

Visakhapatnam, Andhra Pradesh
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *