Sun. Sep 15th, 2024
Indian cricket team's home schedule for the next season

BCCI আগামী  মরসুমে  ঘরের মাঠে   ভারতীয় দলের খেলার সূচি ঘোষণা করল। 

আগামী ছয় মাস ভারতের সূচিতে কোনো টেস্ট ম্যাচ নেই। ভারত ঘরের মাঠে এক বছরে মোট ১৬ টি ম্যাচ খেলবে পাঁচটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ  এবং আটটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যান ইন ব্লু ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে ২২ সেপ্টেম্বর। রোহিত শর্মারা ঘরের মাঠে প্রথম টেস্টে খেলবে ২৫ জানুয়ারি। 

ভারতের ঘরের মাঠে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ড। ৫০ ওভার বিশ্বকাপের আগে ভারত ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার সাথে। প্রথম এক একদিনের ম্যাচ ২২ সেপ্টেম্বর । দ্বিতীয় একদিনের ম্যাচ ২৪ সেপ্টেম্বর। এবং অস্ট্রেলিয়ার সাথে শেষ একদিনের ম্যাচটি হবে ২৭ সেপ্টেম্বর রাজকোটে। এই সিরিজটি দুই দেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশ্বকাপের আগে। ভারতের পরবর্তী দ্বি-পাক্ষিক সিরিজ  বিশ্বকাপের পর। 

একদিনের বিশ্বকাপে ৩ দিন পর ভারতীয় দলকে মাঠে নামত হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে। রোহিত শর্মারা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ২৩ নভেম্বর বিশাখাপত্তনমে। পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি ৩রা ডিসেম্বর হায়দ্রাবাদ। 

২০২৪ এর  জানুয়ারিতে আফগানিস্তান ভারতে আসবে দ্বি-পাক্ষিক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। প্রথম ম্যাচটি  মোহালি, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ইন্দরে, এবং সিরিজের শেষ ম্যাচটি ব্যাঙ্গালুরুতে। 

ভারত  ঘরের মাঠে ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ২৫শে জানুয়ারি বেন স্টোকসদের  সঙ্গে প্রথম টেস্ট ম্যাচটি খেলবে রোহিত শর্মারা হায়দ্রাবাদে । টেস্ট সিরিজের বাকি চারটি টেস্ট ম্যাচ খেলা হবে ভাইজাগ, রাজকোট, রাচি, এবং ধর্মশালা। 

২০২৩ ২০২৪ মরসুমে ভারতের  হোম সিরিজের তারিখ ভেন্যুর  তালিকা :-

অস্ট্রেলিয়ার ভারত সফর- একদিনের সিরিজ(৩টি একদিনের ম্যাচ) 

২২ সেপ্টেম্বর ২০২৩ মোহালি। 

২৪ সেপ্টেম্বর ২০২৩ ইন্দোর। 

২৭ সেপ্টেম্বর ২০২৩। রাজকোট। 

অস্ট্রেলিয়ার ভারত সফর-  টি-টোয়েন্টি সিরিজ (৫টি টি-টোয়েন্টি ম্যাচ) 

২৩ নভেম্বর, ২০২৩ ভাইজাগ। 

২৬ নভেম্বর, ২০২৩ ত্রিভান্দ্রম। 

২৮ নভেম্বর, ২০২৩ গুয়াহাটি। 

১ ডিসেম্বর, ২০২৩ নাগপুর। 

৩ ডিসেম্বর, ২০২৩ হায়দ্রাবাদ। 

আফগানিস্তানের ভারত সফর- টি-টোয়েন্টি সিরিজ (৩টি টি টোয়েন্টি ম্যাচ) 

১১ জানুয়ারি, ২০২৪ মোহালি। 

১৪  জানুয়ারি, ২০২৪ ইন্দোর। 

১৭ জানুয়ারি, ২০২৪ বেঙ্গালুরু। 

ইংল্যান্ডের ভারত সফর- টেস্ট সিরিজ(৫টি টেস্ট ম্যাচ) 

২৫  জানুয়ারি, ২০২৪ হায়দরাবাদ। 

২ ফেব্রুয়ারি, ২০২৪ ভাইজাগ। 

১৫ ফেব্রুয়ারি, ২০২৪ রাজকোট। 

২৩ ফেব্রুয়ারি,২০২৪ রাঁচি। 

৭ মার্চ, ২০২৪ ধর্মশালা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *