Mon. Apr 21st, 2025

 আইএসএল ডার্বি অমীমাংসিত ভাবে শেষ হল। দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে ফিরতে হল ইস্টবেঙ্গলকে। কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে । সবুজ মেরুনরা  আইএসএলের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে  অপরাজয়ের রেকর্ডটি অব্যাহত রাখল। ISL 2023-2024,ISL 2023-2024

যুবভারতীতে আইএসএল ডার্বটি ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। ম্যাচের অন্তিম সময়ে গোল করে সমতায় ফেরায় পেত্রাতোস। পেত্রাতোসের গোলে আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের রেকর্ড টি অক্ষুন্ন রাখল মোহনবাগান। ম্যাচ শুরুর প্রথম থেকে দুটি দল আক্রমণ ও প্রতি আক্রমণে খেলা শুরু করে । মাঠের বাম প্রান্ত ধরে ইস্টবেঙ্গল আক্রমণ করলে মাঠের ডান প্রান্ত ধরে আক্রমণে যায় মোহনবাগান খেলোয়াড়রা। ম্যাচের প্রথম গোলটি আসে ৩ মিনিটে, ইস্টবেঙ্গলের হয়ে গোলটি করেন অজয় ছেত্রী। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠে ইস্টবেঙ্গল  মহেশ বলটি  পেয়ে  নিশুকে পাস বাড়ায়, নিশু বলটি ডি বক্সে দাঁড়িয়ে থাকা অজয় ছেত্রীকে পাস করে বলটি ধরে অজয় ছেত্রী মোহনবাগানের জালে জড়াতে কোন ভুল করেননি। ১৪ মিনিটে হ্যামস্ট্রিং এর চোটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হয় আনোয়ার আলি পরিবর্তন খেলোয়াড় হিসেবে মাঠে আমনদীপ। ১৭ সাদিকু গোল করে ম্যাচে সমতায় ফেরায় মোহনবাগানকে। মাঠের ডান প্রান্ত ধরে আক্রমণে উঠে মোহনবাগান ব্রেন্ডন হ্যামিলের পাস থেকে ভলিতে গোল করে ম্যাচের সমতায় ফেরান সাদিকু। ৩৩ মিনিটে নন্দকুমারকে ফাউল করায় হলুদ কার্ডটি দেখে শুভাশিস। ৪০ মিনিটে সাদিকুর নেওয়া শট টি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়,। ৪৫ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে মোহনবাগান একটি পরিবর্তন করে মনবীর  সিং  মাঠে আসেন নাসির এর পরিবর্তে।  ৪৮ মিনিটে ফ্রি কিক পায় মোহনবাগান। ৫৩ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ডি বক্সের মধ্যে দীপক টাংরি ইস্টবেঙ্গলের  খেলোয়াড় মহেশ কে ফাউল করাই পেনাল্ট দেন রেফারি। ক্লেটন সিলভা পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। ৭০ মিনিটে দুটো পরিবর্তন করেন মোহনবাগান কোচ হাবাস দীপক টাংরি ও অনুরুদ্ধ থাপার পরিবর্তে মাঠে আসেন জেমস কামিংস সুমিত রাঠি। ৮৭ মিনিটে গোল করে ম্যাচের সমতায় ফেরায় পেত্রাতোস।  মানবীরের পাশ থেকে জোরালো শটে গোল করে করেন পেত্রাতোস। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দুটি দলই মরিয়া হয়ে চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত কোলকাতা ডার্বি ২-২ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়েই ফিরতে হল ইস্টবেঙ্গলকে। 

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করে দুটি দলই আক্রমণ ও প্রতি আক্রমণে খেলাটি জমে উঠে। দুটি দলই গোলের করার অনেক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে ৫৭  শতাংশ বল দখলে রাখে সবুজ মেরুনের খেলোয়াড়রা সেখানে ইস্টবেঙ্গলের দখলে থাকে ৪৩ শতাংশ। ম্যাচে ১৬ টি শট নেয় ইস্টবেঙ্গল সেখানে মোহনবাগান নেয় ১৩ টি। ৫ শট গোলের লক্ষ্যে  থাকে মোহনবাগানের সেখানেই ইস্টবেঙ্গল থাকে তিনটি শট।  মোহনবাগান বারোটি ফাউল করে সেখানে ইস্টবেঙ্গল দশটি ফাউল করে, দুটি দলই পাঁচটি করে হলুদ কার্ড দেখে। ১১ ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মোহনবাগান এবং সমসংখ্যক ম্যাচ খেলে বারো পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।

ক্রিকেট খেলার খবরের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুনক্রিকেটের খবর

WHAT IS THE RESULT OF EAST BENGAL VS MOHANBAGAN SUPER GIANT MATCH ?

2-2 DRAW

WHO SCORE GOAL FOR EAST BENGAL ?

A. CHHETRI, C, SILVA

WHO SCORE GOAL FOR MOHAN BAGAN SUPER GIANT ?

A.SADIKU ,D. PETRATOS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *