Sat. Sep 21st, 2024
ACC Mens Emerging asia cup

 

  পাকিস্তানের ৩৫৩ রানের জবাবে ভারত ২২৪ রানে অল আউট হয়, ভারতকে ১২৮ রানে হারিয়ে  ইমার্জিং এশিয়া কাপের চাম্পিয়ন পাকিস্তান। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইমাজিং এশিয়া কাপের ফাইনালে ভারতের এ টিমের মুখোমুখি হয়েছিল পাকিস্তানের এ টিম। ভারত টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়।  

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা আক্রমণাত্মকভাবে  করে  প্রথম দশ ওভারে  কোন উইকেট না হারিয়ে ৬৯ রান করে। শুরু থেকে ভারতীয় বোলাররা কোনরকম চ্যালেঞ্জের মুখে ফেলতে পারছিল না পাকিস্তানের ব্যাটসম্যানদের ১৪.৪ ওভারে ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করে কোন উইকেট না হারিয়ে। পাকিস্তানের প্রথম উইকেট আউট হয় সাইম আয়ুব ৫১ বলে ৫৯ রান করে  ১৭.২ ওভারে ১২১রানে ।পাকিস্তানের দ্বিতীয় উইকেট আউট হয় ১৪৬ রানে,  ফারহান করেন ৬২ বলে ৬৫ রান। তৃতীয় উইকেট আউট হয় ১৮৩ রানে। চতুর্থ উইকেট আউট হয় ১৮৩ এবং পঞ্চম উইকেট হয় ১৮৭ রানে। ভারতের বোলাররা  ১০ বলের মধ্যে পাকিস্তানের ৩ উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরাই। ষষ্ঠ উইকেটর জন্য তায়াব তাহির ও এম খান  ১২৬ রানের পার্টনাশিপ  করে। ষষ্ঠ উইকেট আউট হয় ৩১৩ রানে। তায়াব তাহিরের  ৭১ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংসে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।তাহিরের ইনিংসের সাহায্যে পাকিস্তানের ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান করে। তাহির ১০৮ রান করে ১২টি চার ও ৪টি ছয় এর সাহায্যে। 

ভারত ৩৫৩ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে সাই সুর্দশন ও অভিষেক শার্মা । প্রথম উইকেট আউট হয় ৬৪ রানে সাই সুর্দশন আউট হয় ২৯ রান করে। এর পর ভারতের হয়ে কেউই কোন বড় রানের পার্টানাশিপ করতে পারেনি। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার । ভারতের হয়ে সর্বাধিক রান করে অভিষেক শার্ম ৬১ , যশ ধুল ৩৯,সাই সুর্দশন ২৯,রিয়ান পরাগ ১৪। ভারত শেষ পর্যন্ত ৪০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২২৪ রান করে। ভারতকে ১২৮ রানে হারিয়ে ইমাজিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। 

ইমাজিং এশিয়া কাপের ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হন পাকিস্তানের তায়ব তাহির। ১০৮(৭১) এবং দুটি ক্যাচ ।

ইমাজিং এশিয়া কাপ  প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয় ভারতের নিশান্ত সিন্ধু (১১উইকেট)। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *