Fri. Sep 13th, 2024

 এএফসি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া,দক্ষিন কোরিয়া,কাতার, উজবেকিস্তান, তাজিকিস্তান, জর্ডান, জাপান ও ইরান। AFC ASIAN CUP 2023, AFC ASIAN CUP 2023

প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিন কোরিয়া , দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কাতার বনাম উজবেকিস্তান তৃতীয় কোয়ার্টার ফাইনাল তাজিকিস্তান বনাম জর্ডান চতুর্থ কোয়াটার ফাইনাল জাপান বনাম ইরানের মধ্যে।

রাউন্ড অফ ১৬ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া আছে ৪-০ গোলে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয় ইন্দোনেশিয়া। অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তান ও ইউএই এর ম্যাচটি পেনাল্টি শুট আউট  যায়, শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে  ইউএ ইকে ৫-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তাজিকিস্তান। ইরাক ও জর্ডানের মধ্যে ম্যাচটি ২-৩ গোলের ব্যবধানে জর্ডেন জিতে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা  করে নেয়। নাটকীয়ভাবে ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে জয় ছিনিয়ে নেয় জর্ডান। প্যালেস্টাইন কে ২-১  গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে কাতার । উজবেকিস্তান  ২-১ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে, থাইল্যান্ডকে হারিয়ে। সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ম্যাচটি পেনাল্টি শুট আউটে জেতে দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচের সমতায় ফেরায় দক্ষিণ কোরিয়া, শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে সৌদি আরব কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে সনের দল। বাহারিনকে খুব সহজেই তিন এক গোলের ব্যবধানে হারিয়ে কোয়াটার ফাইনালে উঠে জাপান।  ইরান ও সিরিয়ার ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে  অমিমাংসিত ভাবে শেষ হয়। ইরানের কাছে পেনাল্টি শুটআউটে হেরে  এশিয়া কাপ থেকে ছিটকে যায় সিরিয়া, কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নেয় ইরান। 

প্রথম কোয়ার্টার ফাইনাল : 

শুক্রবার ২ ফেব্রুয়ারি : তাজিকিস্তান বনাম জর্ডান (৫.০০ P.M) 

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল 

শুক্রবার ২ ফেব্রুয়ারি :  অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ কোরিয়া (৯.০০ P. M) 

তৃতীয় কোয়ার্টার ফাইনাল 

শনিবার ৩ ফেব্রুয়ারি : ইরান বনাম জাপান (৫.০০ P. M) 

চতুর্থ কোয়ার্টার ফাইনাল

শনিবার ৩ ফেব্রুয়ারি : কাতার বনাম উজবেকিস্তান (৫.০০ P. M) 

ক্রিকেট খেলার খবরের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুনক্রিকেটের খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *