Fri. Sep 20th, 2024

 এএফসি এশিয়ান কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে  তাজিকিস্তানকে ১-০ গোলে হারায় জর্ডান। তাজিকিস্তানকে হারিয়ে প্রথমবারের জন্য এশিয়ান কাপে সেমিফাইনালে ওঠে জর্ডান। তাজিকিস্তানের খেলোয়াড় এর আত্মঘাতী জয়ী হয় জর্ডান। AFC ASIAN CUP 2023,AFC ASIAN CUP 2023

এশিয়ান কাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া কে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠল দক্ষিণ কোরিয়া। 1960 সালে শেষবার এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ কোরিয়া । কোয়ার্টার ফাইনাল দক্ষিণ কোরিয়া  ৭৩ শতাংশ বলের দখল রাখে। ম্যাচের ৪২ মিনিটে অস্ট্রেলিয়ান খেলোয়াড় গুডউইনের  দুরন্ত ভলিতে ১-০  এগিয়ে যায় অজিরা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। অস্ট্রেলিয়ান খেলোয়াড় ডি বক্সের মধ্যে সনকে ফাউল করায় পেনাল্টি দেন রেফারি। ৯০+৬ মিনিটে এইচ.হোয়াং গোল করে দলকে সমতায় ফেরান। খেলাটি গড়ায় অতিরিক্ত সময়ে, ম্যাচের ১০৪ মিনিটে সন ফ্রি কিক থেকে গোলে করে অস্ট্রেলিয়াকে ২-১ গোলের ব্যবধানে  হারিয়ে সেমিফাইনালে উঠে দক্ষিণ কোরিয়া । 

 তৃতীয় কোয়ার্টার ফাইনালে চার বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ান জাপানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে  সেমিফাইনালে উঠল ইরান। দীর্ঘ ১৯ বছর পর জাপান কে হারের মুখ দেখতে হল ইরানের কাছে । ম্যাচের প্রথম গোলটি আসে  ২৮ মিনিটে। মোরিতা করা গোলে ১-০ এগিয়ে যায় জাপান। দ্বিতীয়ার্ধের  ৫৫ মিনিটে গোল করে ইরান । এম. মোহেবীর গোলে ম্যাচে সমতায় ফেরে ইরান। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি পাই ইরান। জাহানবখশ পেনাল্টি থেকে গোল করে  ১৯ বছর পর জাপানের বিরুদ্ধে জয় পায় ইরান। ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের সেমিফাইনালে উঠল ইরান। 

চতুর্থ কোয়ার্টার ফাইনালে কাতারের কাছে হেরে বিদায় নেয় উজবেকিস্তান। পেনাল্টি শুট আউটে ৩-২ গোলে উজবেকিস্তানকে হারায় কাতার। ম্যাচের ২৭ মিনিটে ইউ.ইউসুপভের

আত্মঘাতী গোলে এগিয়ে যায় কাতার। ৫৯ মিনিটের হামরোবেকভের করা গোলে ম্যাচে সমতায় ফেরে  উজবেকিস্তান। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে অমীমাংসিত ভাবে ম্যাচটি শেষ হয়। ম্যাচটি পেনাল্টি শুট আউটে গড়ায়। পেনাল্টি শুট আউটে উজবেকিস্তানকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে কাতার। 

এএফসি এশিয়ান কাপ কাতার ২০২৩ :   

প্রথম সেমিফাইনালে :

মঙ্গলবার ৬ ফ্রেব্রুয়ারি জর্ডান বনাম দক্ষিণ কোরিয়া (৮.৩০ P.M) 

দ্বিতীয় সেমিফাইনালে :

বুধবার ৭ ফ্রেব্রুয়ারি ইরান বনাম কাতার (৮.৩০ P. M) 

ফাইনাল : 

নিবার ১০ ফ্রেব্রুয়ারি (৮.৩০ P.M) 

ক্রিকেট খেলার খবরের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুনক্রিকেটের খবর

WHO HAS IRAN DEFEATED TO REACH SEMI-FINALS ?

JAPN

AFTER HOW MANY YEARS IRAN DEFEATED JAPAN ?

19 YEAR

AUSTRALIA EXITED THE AFC ASIAN CUP AFTER LOSING TO WHOM ?

SOUTH KOREA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *