Fri. Sep 13th, 2024

এএফসি এশিয়ান কাপে অঘটন ঘটিয়ে ফাইনালে উঠল জর্ডান । দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার এশিয়ান কাপের ফাইনালে উঠল জর্ডান। ২-০ গোলে জর্ডানের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় নিল দক্ষিণ কোরিয়া। AFC ASIAN CUP 2023,AFC ASIAN CUP 2023

দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল জর্ডান। প্রথমবার এ এফ সি এফ কাপের ফাইনালে উঠল জর্ডান। ম্যাচের গোলটি করেন আল-নাইমাত ও আল-তামারি। 

পুরো ম্যাচে ৭০ শতাংশ বলের দখল রাখলেও গোল লক্ষ্য করে একটি  শট রাখতে পারিনি দক্ষিণ কোরিয়া। সেখানে জর্ডান ৩০ শতাংশ বলে দখল  রেখে গোলের লক্ষ্যে সাতটি শট নেয়।

 ম্যাচের পাঁচ মিনিটে  প্রথম কর্নার পায়  জর্ডান। ১৫ মিনিটে  প্রথম হলুদ কার্ডটি দেখেন দক্ষিণ কোরিয়ান খেলোয়াড় হাওয়াং। ১৯ মিনিটে সন গোল করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন রেফারি ভারের  সাহায্যে নিয়ে  তা অফসাইড এর জন্য  বাতিল করে দেন। ২৩ মিনিটে কোরিয়ান খেলোয়াড় কে. লির  নেওয়া শট টি বারের উপর দিয়ে চলে যায়। ২৫ মিনিটে কোরিয়ান গোলকিপার  ডব্লিউ চো এর দুরন্ত সেভের ফলে স্কোর লাইন ০-০ থাকে । ৩০ মিনিটে দক্ষিণ কোরিয়া পেনাল্টির আবেদন করলেন রেফারি ভারের সাহায্য নিয়ে তা বাতিল করে দেন। ৩৩ মিনিটে কে. লির নেওয়া  অ্যাক্রোবেটিক শট টি বারে লেগে ফিরে আসে। ৩৮ মিনিটে ফ্রি কিক পায়ে জর্ডান। ৪২ মিনিটে কোরিয়ান গোলকিপার দুরন্ত সেভ করে স্কোর  লাইন  শূন্য শূন্য রাখে।  প্রথমার্ধ ০-০ ভাবে শেষ হয়। 
৫২ মিনিটে কোরিয়ান খেলোয়াড়  টি. কিম শট টি সোজা গোলরক্ষকের হাতে মারেন। ৫৩ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে জার্ডান। জর্ডানের খেলোয়াড় আল-নাইমাতের  করা গোলে ১-০  এগিয়ে যায়। ৬৩ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করে জর্ডান। আল-তামারির  করা গোলে ২-০  এগিয়ে যায জর্ডান। ৭০ মিনিটে কোরিয়ান খেলোয়াড়রা  সুবর্ণ সুযোগ তৈরি করেও  গোল করতে ব্যর্থ হয়।  ৮৮ মিনিটে কোরিয়ান খেলোয়াড় চো হলুদ কার্ডটি দেখেন। জর্ডানের কাছে ২-০ গোলে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় নিল দক্ষিণ কোরিয়া। জর্ডান দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের জন্য এশিয়ান কাপের ফাইনালে উঠল।  এশিয়ান কাপের ফাইনাল শনিবার ১০ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *