Tue. Jan 28th, 2025
afs asian first quarter final 2023

জর্ডান প্রথমবার এএফসি এশিয়ান কাপের সেমিফাইনালে উঠল। এশিয়ান  কাপের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানকে  হারিয়ে সেমিফাইনালে উঠলো জর্ডান। তাজিকিস্তান কে ১-০ গোলে হারায় জর্ডান। ASIAN CUP QUARTER FINAL, ASIAN CUP QUARTER FINAL

এশিয়ান কাপের সেমিফাইনালে উঠলো জর্ডান প্রথমবার এএফসি এশিয়ান কাপের সেমিফাইনালে উঠল, তাজিকিস্তানকে ১-০ গোলে হারিয়ে। তাজিকিস্তানের খেলোয়াড়ের  আত্মঘাতী গোলে ম্যাচের ৬৬ মিনিট ১-০ গলে এগিয়ে যায় জর্ডান। বাকি সময়টা চেষ্টা করেও  ম্যাচে সমতায় ফেরাতে ব্যর্থ হয় তাজিকিস্তান। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে এশিয়ান কাপ থেকে ছিটকে যায় তাজিকিস্তান। 

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুটি দলই সমানে সমানে লড়াই করে। ম্যাচের একমাত্র গোলটি হয় ৬৬ মিনিটে,  শেষ পর্য়ন্ত ১-০ গোলে যেতে জর্ডান। পুরো ম্যাচে তাজিকিস্তান বল দখল রাখে ৫১ শতাংশ সেখানে জর্ডান বলের দখল রাখে ৪৯ শতাংশ। মোট ১২ টি শট নেয় তাজিকিস্তান তার মধ্যে গোল লক্ষ্য করে থাকে দুটি শট। পুরো ম্যাচে জর্ডান মোট ১০ টি শট নেয় সেখানে গোলের লক্ষ্যে থাকে দুটি শট।

রাউন্ড অফ ১৬ ম্যাচে তাজিকিস্তান ইউএইকে পেনাল্টি শুট আউটে হারায় পেনাল্টি শুট আউটে ৫-৩ এর ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তাজিকিস্তান নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে শেষ হয় শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে গড়ায় ম্যাচটি পেনাল্টি শুট আউটে জেতে তাজিকিস্তান। 

অন্যদিকে জর্ডান ৩-২ গোল এর ব্যবধানে ইরাক কে হারিয়ে কোয়াটার ফাইনালে ওঠে। জর্ডান দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নেয়।  

সেমিফাইনালে জর্ডানের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। 

ক্রিকেট খেলার খবরের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুনক্রিকেটের খবর

WHO WON 1ST AFC ASIAN CUP QUARTER FINAL ?

JORDAN

WHO WAS PLAYED IN THE FIRST QUARTER FINAL ?

JORDAN VS TAJIKISTAN

JORDAN WON BY HOW MANY GOALS ?

1-0 GOAL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *