আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে চলেছে ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইটারে এই কথা জানান। এশিয়ার ফুটবল দল গুলির মধ্যে প্রথম আটে থাকতে পারলে তবে এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্র মিলবে। বর্তমানে ভারত এশিয়ার মধ্যে ১৮ তম স্থানে আছে। বর্তমানে ফিফার লিস্টে ভারত ৯৯ নম্বর স্থানে উঠে এসেছে। ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে চেষ্টা করছিলেন যাতে ভারতীয় দলকে এশিয়ান গেমসে পাঠানো যায় এর জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে চিঠিও লিখেছিলেন এছাড়াও ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ ঈগর স্টিমাচ সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইটারের মাধ্যমে জানিয়ে দিলেন এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল টিমকে খেলতে যাওয়া ছাড়পত্র দিল ভারতীয় ক্রীড়া মন্ত্রক অনুরাগ ঠাকুর টুইটারে লেখেন ‘ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য সুখবর আমাদের জাতীয় পুরুষ ও মহিলা ফুটবল দল এবার আসন্ন এশিয়ান গেমসে অংশ নেয়ার জন্য তৈরি ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক উভয় দলের অংশগ্রহণের সুবিধার্থে নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে যারা বিদ্যমান মানদণ্ড অনুযায়ী যোগ্যতা অর্জন করেনি ভারতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্সের কথা মাথায় রেখেই কেন্দ্র নিয়ম শিথিলের সিদ্ধান্ত নিয়েছে আমরা নিশ্চিত ভারতীয় দল এশিয়ান গেমসে তাদের সেরা পারফরমেন্স দিয়েই আমাদের দেশকে গর্বিত করবে’।
১৯ তম এশিয়ান গেমস শুরু হতে চলেছে আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে চলবে ৮ই অক্টোবর পর্যন্ত। এই নিয়ে তিনবার এশিয়ান গেম আয়োজন করতে চলেছে চীন । এবারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে চীনের হাং ঝাউতে। ১৯৫১ ও ১৯৬২ সালে ভারত এশিয়ান গেমস ফুটবলে সোনা জিতেছিল।