Sat. Sep 14th, 2024

এশিয়ান চ্যাম্পিয়ন্স   ট্রফি হকিতে চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছিল জাপান। খেলার ফলাফল ১-১। 

ভারত প্রথম ম্যাচে চীন কে ৭-১ হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতার শুরু করেন। অন্যদিকে  প্রথম ম্যাচে জাপান দক্ষিণ কোরিয়ার কাছে ২-১  হেরে প্রতিযোগিতা  অভিযান শুরু করে। ভারতের কাছে সুযোগ ছিল  জাপানকে হারিয়ে টেবিলের শীর্ষস্থানে যাওয়ার। 

খেলার প্রথম কোয়ার্টার ভারত বা জাপান কেউই কোন গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ২৮ মিনিটে জাপানিস খেলোয়াড় কেন নাগায়োশি গোল করে জাপানকে এগিয়ে দেয়। দ্বিতীয় কোয়ার্টার  শেষ হয় ১-০  গোলে । খেলার তৃতীয় কোয়ার্টারে ৪৩ মিনিটে ভারতের হয়ে গোলটি করে খেলায় সমতা ফেরায় ভারতের  অধিনায়ক  হরমন প্রীত সিং । খেলা চতুর্থ কোয়ার্টারে আর কোন দলই গোল করতে না পারায় দুটি দলকেই ১ পয়েন্ট নিয়ে  সন্তুষ্ট থাকতে হয় । 

ভারত দুটি ম্যাচ খেলে একটি জয় ও একটি ড্র করে চার পয়েন্ট নিয়ে পয়েন্টস  টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে । এবং জাপান দুটি ম্যাচ খেলে একটি  হারের ফলে চতুর্থ স্থানে রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *