২৩শে সেপ্টেম্বর থেকে ১৯ তম এশিয়ান গেমসের আসর বসতে চলেছে চীনে, চলবে ৮ই অক্টোবর পর্যন্ত। এবারের এশিয়ান গেমস হতে চলেছে চীনের হাংঝাউতে। এই নিয়ে তৃতীয়বার চিনে এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে।
গত ২৬ শে জুলাই ভারতের ক্রীয়া মন্ত্রকের তরফে ভারতীয় ফুটবল মহিলা ও পুরুষ দলকে এশিয়ান গেমসে যাওয়া ছাড়পত্র দিয়েছিল। আজ বৃহস্পতিবার এশিয়ান গেমসের গ্রুপ বিন্যাস হয়ে গেল। ভারতীয় পুরুষ ফুটবল দল এশিয়ান গেমসের গ্রুপ এ তে রয়েছে গ্রুপের অপর তিনটি দেশ হল আয়োজক দেশ চীন, বাংলাদেশ ও মায়ানমার। ভারতীয় মহিলা ফুটবল দল এশিয়ান গেমসের গ্রুপ বি তে রয়েছে গ্রুপ বি এর অপর দুটি টিম হল চাইনিজ তাইপেই ও থাইল্যান্ড।
ভারতীয় মহিলা ফুটবল দলের তুলনায় ভারতের পুরুষ ফুটবল দল টি অপেক্ষাকৃত সহজ গ্রুপে রয়েছে। বর্তমানে ভারতের পুরুষ ফুটবল দলের ফিফার বিশ্ব ক্রমতালিকায় (৯৯) নম্বর স্থানে রয়েছে এবং গ্রুপের বাকি দেশ গুলির ফিফার বিশ্ব ক্রমতালিকা অবস্থান হল চীন (৮০) মায়ানমার (১৬০) বাংলাদেশ (১৮৯) নম্বর স্থানে রয়েছে। অপরা দিকে ভারতীয় মহিলা ফুটবল দলের লড়াইটা বেশ কঠিন ভারতীয় মহিলা ফুটবল দল ফিফার বিশ্ব ক্রম তালিকায় (৬০) নম্বর স্থানে রয়েছে এবং গ্রুপের বাকি দুটি টিম চাইনিজ তাইপেই রয়েছে (৩৭) নম্বর স্থানে এবং থাইল্যান্ড রয়েছে (৪০) নম্বর স্থানে।
এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলের গ্রুপে বিন্যাস
গ্রুপ এ- চীন, বাংলাদেশ, মায়ানমার, ভারত।
গ্রুপ বি- ভিয়েতনাম, সৌদি আরব, ইরান, মঙ্গোলিয়া।
গ্রুপ সি- উজবেকিস্তান, সিরিয়া,হংকং, আফগানিস্তান।
গ্রুপ ডি- জাপান, প্যালেস্তাইন, কাতার।
গ্রুপ ই- দক্ষিণ কোরিয়া, বাহারিন, থাইল্যান্ড, কুয়েত।
গ্রুপ এফ- উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া, কিরঘিজাস্তান, চাইনিস তাইপেই।
এশিয়ান গেম মহিলাদের ফুটবলের গ্রুপ বিন্যাস
গ্রুপ এ- চীন, উজবেকিস্তান, মঙ্গোলিয়া।
গ্রুপ বি- চাইনিজ তাইপেই, থাইল্যান্ড, ভারত,
গ্রুপ সি- উত্তর কোরিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া।
গ্রুপ ডি- জাপান, ভিয়েতনাম, নেপাল, বাংলাদেশ।
গ্রুপ ই- দক্ষিণ কোরিয়া, হংকং, ফিলিপিন্স, মায়ানমার।