Sat. Sep 14th, 2024
AUS vs PAK

ডেভিড ওয়ার্নারের ১৬৩ ও মিচেল মার্চের ১২১ রানের ইনিংসে অস্ট্রেলিয়া    ৬২ রানে হারাল পাকিস্তানকে, ক্যাচ মিসের খেসারত দিতে হল পাকিস্তানকে। ব্যর্থ গেল শাহিনের ৫ উইকেট। 

বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে ৬২ রানে হারাল অস্ট্রেলিয়া এম চেন্নাস্বামী স্টেডিয়ামে বাবর আজম টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার শুরু থেকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং  করা শুরু করেন। ১০ রানের মথায় শাহেনশাহ আফ্রিদির বলে ডেভিড ওয়ার্নার এর ক্যাচ মিস করে মির। ডেভিড ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ  প্রথম উইকেট এর জন্য ২৫৯ রানের বিশাল পার্টনারশিপ করেন ।মিচেল মার্শ  ১২১ রানে শাহেনশাহ আফ্রিদির বলে আউট হয়ে হন। মার্শ ১২১ রানের ইনিংসটি খেলেন দশটি চার ও নয়টি ছয়ের সাহায্যে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট আউট হয় ২৫৯ রানে গ্লেন ম্যাক্সওয়েল এক বলে শূন্য করে শাহেনশাহ আফ্রিদির বলে আউট হন। অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট আউট হয় ২৮৪ রানের। ৩২৪ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট আউট হয়। ডেভিড ওয়ার্নার ১২৪ বলে ১৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে হারিস রাউফের বলে আউট হন ১৬৩ রানে ইনিংস খেলেন  ১৪টি  চার ও ৯টি  ছয়ের সাহায্যে। অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ ছাড়া আর কোনো ব্যাটসম্যান বড়ো রানের স্কোর করতে ব্যর্থ হয়। স্মিথ ৭,স্টয়নিস ২১,জস ইংলিশ ১৩,লাবুশানে ৮,প্যাট ক্যামিংস ৬, মিচেল স্টার্ক ২,জস হেজেলউড ০,এবং অ্যাডাম জাম্পা ১   রানে অপরাজিত থাকেন। নির্ধারিত  ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান করে অস্ট্রেলিয়া। 

পাকিস্তানের হয়ে প্রেসার শাহেনশা আফ্রীদি  ৫ উইকেট নেন। হারিস রাউফ তিনটে ও মির একটি উইকেট নেন। 

৩৬৮ রানে বিশাল স্কোর তাড়া  করতে নেমে পাকিস্তান। প্রথম উইকেটে জন্য ইমাম উল হক ও আসার শফিক ১৩৪ রানের পার্টনারশিপ করেন আসার শফিক ৬৪ রানে মার্কস স্টয়নিসের বলে আউট হয়ে ফিরে যান। পাকিস্তানের আরেক ওপেনার ইমাম উল হক অর্ধশতরাণ করে স্টয়নিসের  বলে আউট হয়ে ফিরে যান। পাকিস্তান অ্যাডাম জাম্পা প্যাট কামিংস মিচেল স্টার্ক দের বোলিংয়ের সামনে পাকিস্তানের কোন ব্যাটসম্যানই বড় রানের পার্টনারশিপ গড়তে ব্যর্থ হন। শেষ পর্যন্ত পাকিস্তান ৪৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৫ রান করে। অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হারত হয় পাকিস্তানকে। পাকিস্তানের হয়ে অধিনায়ক বাবর আজম ১৮,মহম্মদ রিজওয়ান ৪৬,শাউড শাকিল ৩০,ইফতিকার আহমেদ ২৬,মোহাম্মদ  নওয়াজ ১৪,মীর ০,শাহেনশা আফ্রীদি ১০,হাসান আলী ৮ রান করেন। 

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা চারটি উইকেট নেন ও অধিনায়ক প্যাট কামিংস ও স্টয়নিস  দুটি করে উইকেট নেন। জশ হেজেলউড ও মিচেল স্টার্ক একটি করে উইকেট।

ম্যাচের সেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ১৬৩ (১২৪) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *