Thu. Aug 7th, 2025
Australian Open 2023

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা প্রণয় এইচএস সেমিফাইনালে তার প্রতিপক্ষ ছিল ভারতীয় আরেক তারকা  খেলোয়ার প্রিয়াংশু। সেমিফাইনালে  প্রিয়াংশুকে ২১-১৮,২১-১২ স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালে নিজের জায়গা করে নিলেন  প্রণয়। ফাইনালে আগামী রবিবার প্রণয়ের প্রতিপক্ষ হলেন চাইনিজ খেলোয়াড় ওয়েং হংইয়াং। 

সেমিফাইনালে স্টেট গেমে প্রিয়াংশুকে হারায় প্রণয়।  হাড্ডাহাড্ডি লড়াইয়ের ২১-১৮ গেমে  হারতে হয় প্রিয়াংশুকে। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় গেমে একতরফা ম্যাচটি   জেতে প্রণয়  দ্বিতীয় গেমে প্রিয়াংশু  দাঁড়াতে পারেনি প্রনয়ের  সামনে ২১-১২ গেমে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয়। 

প্রণয় কোয়ার্টার ফাইনালে  অ্যান্টনি  গিনটিং কে  তিন গেমের লড়াইয়ে  ২১-১৬,১৭-২১, ১৪-২১ গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় । রাউন্ড অফ ১৬ তে  চাইনিজ খেলোয়ার ইউ জেন চি কে ২১-১৯, ১৯-২১, ১৩-২১ গেমে হারিয়ে  কোয়ার্টার ফাইনালে ওঠে। রাউন্ড অফ ৩২ এ  ম্যাচে তিন গেমের লড়াইয়ে   লি চেউক ইয়ু কে১৮-২১, ২১-১৬ ১৫-২১ গেমে হারিয়ে রাউন্ড অফ ১৬ তে ওঠে। 

রবিবার অস্ট্রেলিয়া ওপেন  ব্যাডমিন্টনের ফাইনালে মুখোমুখি হবে চাইনিজ খেলোয়াড়  ওয়েং হংইয়াং এবং ভারতীয় খেলোয়াড় প্রণয় এইচএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *