Sun. Sep 15th, 2024

আফগানিস্তানকে ৫৪৬ রানে পরাজিত করে ইতিহাস গড়ল বাংলাদেশ । 

ঘরের মাঠে আফগানিস্তানের সাথে একমাত্র টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ । আর চতুর্থ দিনের বিশাল জয় ছিনিয়ে  নিল  বাংলাদেশ আফগানিস্তানকে ৫৪৬ রানে পরাজিত করে ইতিহাস গড়লেন লিটন দাসরা। 

মিরপুরে  টসে জিতে আফগানিস্তান বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। নাজমুল হোসেন শান্তর ১৭৫ বলে ১৪৬ রানের সাহায্যে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৮২ রান করে। আফগানিস্তানের হয়ে পাঁচটি উইকেট নেন নিজাত মাসুদ জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ইনিংস ১৪৬ রানে শেষ হয়ে যায়। সর্বোচ্চ রান করেন আফসার জাজাই  ৩৬। বাংলাদেশের   হয়ে এবাদত হোসেন ৪টি উইকেট নেন। 

দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তর ১২৪ এবং মমিনুল হকের ১৪৫ বলে ১২১ রানে অপরাজিতা ইনিংসের উপর ভর বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রান করে। দ্বিতীয় ইনিংস  ৬৬২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১১৫ রানের শেষ হয় আফগানিস্তানের ইনিংস । ৩০ রান করেন রহমত শাহ। বাংলাদেশের হয়ে চার উইকেট নেন তাসকিন আহমেদ। ম্যাচের সেরা নাজমুল  হোসেন শান্ত। 

এতদিন রানের নিরিখে বাংলাদেশের  বৃহত্তম টেস্ট জয় ছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে। ২০০৫ সালে চট্টগ্রামে ২২৬ রানে  জিম্বাবোয়েকে হারিয়েছিল। 

টেস্ট ইতিহাসে সবথেকে বেশি রানের  ব্যবধানে ম্যাচ জয় হল 

১। ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে ১৯২৮ সালে 

২। অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ৫৬২ রানে ১৯৩৪ সালে। 

৩।বাংলাদেশ আফগানিস্তানকে ৫৪৬ সালে ২০২৩ সালে।

 ৪।অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে ৫৩০ রানে সালে ১৯১১ সালে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *