প্রথম গেম জিতেও ফাইনালে যাওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল ভারতীয় ব্যাডমিন্টন তারকা প্রণয় এইচ এস- এর। বি ডব্লিউ এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় ব্যাডমিন্টন তারাকা কে । প্রথমবার বি ডব্লিউ এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠে ইতিহাস গড়ে ছিলেন প্রণয়। প্রথম মেডেল জিতলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে । তিন গেমের লড়াইয়ে থাইল্যান্ডের কে ভিতিদসর্নের কাছে সেমিফাইনালে হেরে ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ হয় প্রণয়ের। ২১-১৮, ১৩-২১,১৪-২১ গেমে হারেন ভারতীয় তারকা।
প্রথম গেমে শুরুটা ভালোই করেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা । প্রথম গেমের বিরতিতে ১১-৫ এগিয়ে যান প্রণয়। প্রথম গেমটি জেতেন ২১-১৮।
দ্বিতীয় গেমে প্রণয় ৫-১ এগিয়ে যান দ্বিতীয় গেমের বিরতিতে ১১-৭এগিয়ে থাকেন থাইল্যান্ডের খেলোয়াড়। দ্বিতীয় গেমটি প্রণয় হারেন ২১ ১৩।
তৃতীয় গেমে শুরুতে ৫-১ এগিয়ে যান থাইল্যান্ডের খেলোয়াড় ভিতিদসর্নের। ৬-৪ করেন প্রণয়। তৃতীয় গেমের বিরোধিতা ১১-৭ এগিয়ে যান ভিতিদসর্ন । থাইল্যান্ডের খেলোয়াড় তৃতীয় গেমটি যেতেন ২১-১৪ ।
থাইল্যান্ডের খেলোয়াড়ার ভিতিদসর্নের কাছে হেরে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হলো প্রণয় কে। ভারতে একমাত্র খেলোয়ার যিনি ২০২৩ বি ডব্লিউ এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পদক নিশ্চিত করলেন।