Mon. Jan 27th, 2025

২০২৩ বি ডব্লিউ এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের  রাউন্ড অফ ১৬ তে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন । রাউন্ড অফ ৩২ এ কোরিয়ান খেলোয়াড় এইচ জিওনকে স্ট্রেট গেমে হারান। খেলার ফল ২১-১১,২১-১২ । রাউন্ড অফ ৬৪ তে তার প্রতিপক্ষ ছিলেন জি পল। দুই গেমের সহজ  লড়াই পলকে হারায় লক্ষ্য সেন। খেলার ফল ২১-১২, ২১-৭ গেমে। রাউন্ড অফ ১৬ তে লক্ষ্য সেনের প্রতিপক্ষ হলেন বিশ্বের তিন নম্বর থাইল্যান্ডের খেলোয়াড় কে ভিটিদস্রন। 

BWF World Championship 2023

ভারতীয় আর এক ব্যাডমিন্টন তারকা প্রণয় এইচএস বি ডব্লিউ এফ ওয়ার্ড চ্যাম্পিয়নশিপ এর রাউন্ড অফ ১৬ জায়গা করে নিলেন। রাউন্ড অফ ৩২ ইন্দোনেশিয়ার খেলোয়াড় কে স্ট্রেট   গেমে হারালেন প্রণয় খেলার ফল ২১-৯,  ২১-১৪। তৃতীয় রাউন্ডে প্রনয়ের প্রতিপক্ষ হলেন সিঙ্গাপুরের খেলোয়াড় কে ওয়াই লহ।

বিডব্লিউএফ ওয়াল্ড চ্যাম্পিয়নশিপের মহিলা সিঙ্গেলসে ভারতীয় খেলোয়াড় পিভি সিন্ধু দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন। জাপানি খেলোয়াড় এন ওকুহারার কাছে স্ট্রেট গেমে হেরে বিদায় নিলেন সিন্ধু। খেলার ফল ২১-১৪, ২১-১৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *