Fri. Sep 13th, 2024

 রোহিত শর্মার দুরন্ত শতরান ও বিরাট কোহলির অর্ধশতরনের উপর ভর করে আফগানিস্তানকে ৮    উইকেটে হারাল ভারত। দিল্লির অরুণ জেটলি  ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে। আফগানিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দুটি দলেরই প্রথম একাদশে একটি করে খেলোয়ার পরিবর্তন করেন। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান করেন। আফগানিস্তানের ওপেনিং জুটি প্রথম উইকেট এর ৩২ রানের পার্টনারশিপ করে। আই জরদান   জাসপ্রীত বুমরার বলে আউট হয়ে ফিরে যান। আফগানিস্তানে দ্বিতীয় উইকেট আউট হয় ৬৩ রানে রহমতুল্লাহ গূরবাজ। ২১ হার্দিক পান্ডিয়ার বলে আউট হয় ৬৩ রানে তৃতীয় উইকেট আউট হয় আফগানিস্তানের। আর শাহ করেন ষোল রান চতুর্থ উইকেটের জন্য ১২১ রানের পার্টনারশিপ করেন হাসমতুউল্লাহ সাঈদী ও ওমর রাজি আফগানিস্তানে চতুর্থ উইকেট আউট হয় ১৮৪ রানে।আফগানিস্তানের  পঞ্চম উইকেট আউট হয় ২২৫রানে ।  ২২৯ রানে  ষষ্ঠ উইকেট,  ২৩৫ রানে সপ্তম উইকেট,  ২৬১ রানে আফগানিস্তানের অষ্টম উইকেটে আউট হয় । শেষ পর্যন্ত আফগানিস্তান পঞ্চাশ ওভারে আট উইকেটের বিনিময়ে ২৭২ রান তোলেন আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন হাসমত উল্লাহ সাহিদী  এবং এ ওমরাজি ৬২ রান করেন। 

ভারতের বোলিংদের মধ্যে জাসপ্রিত বুমরা চারটি উইকেট নেন। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার দুটি উইকেট নেন  এবং কুলদীপ যাদব ও  শারদূল ঠাকুর একটি করে উইকেট নেন। 

২৭৩ রানের জবাবে রোহিত শার্মা ও ঈশান কৃষাণ শুরু থেকে দ্রুত গতিতে রান তুলতে শুরু করেন।  ভারত প্রথম উইকেট হারায় ১৮.৪ ওভার চার বলে ১৫৬ রানের কিষান কিষান ব্যক্তিগত ৪৭ রানে আউট হয়ে ফিরে যান ।রোহিত শর্মার দুরন্ত শতরান ও বিরাট কোহলির অর্ধশতরনের উপর ভর করে ভারত সহজেই জয়ের জন্য ২৭৩ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ৩৫ ওভারে। শেষ পর্যন্ত রোহিত শর্মা ৮৪ বলে ১৩১ রানের ইনিংস খেলে আউট হন। বিরাট কোহলি ৫৫ রানে অপরাজিত থাকেন এবং শ্রেয়াসা আইয়ার ২৫ রানে অপরাজিতা থেকে মাঠ ছাড়েন । রোহিত শর্মা প্রথম খেলোয়াড় যিনি  বিশ্বকাপে মোট সাতটি শতরান করলেন, এর ফলে তিনি কিংবদন্তি খেলোয়াড়  সচিন তেন্ডুলকারের রেকর্ডটি ভেঙ্গে দিলেন। এই শতরানের ফলে রোহিত শর্মা প্রথম খেলোয়ার যিনি সবথেকে কম ইনিংস খেলে বিশ্বকাপে ১০০০ রান অতিক্রম করেছেন। এছাড়া প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি ভারতের হয়ে বিশ্বকাপে দ্রুততম শতরান করেছেন । এর আগে রেকর্ডটি ছিল ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র সেওবাগ এর ৮১ বলে রোহিত শর্মা আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেন। রোহিত শর্মা ৮৪ বলে ১৩১ রান করেন  ১৬টি চার ও ৫টি ছয় এর সাহায্যে। আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ভারত গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে চার পয়েন্ট নিয়ে প্রথম থানে রয়েছে নিউজিল্যান্ড। 

আফগানিস্তানের হয়ে উইকেট দুটি নিয়েছেন লেগ স্পিনার রাশিদ খান।

ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে ভারতীয় অধিনায় রোহিত শর্মা ১৩১  (৮৪) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *