Fri. Sep 13th, 2024
CRICKET WORLD CUP

বিশ্বচাম্পিয়ান ইংল্যান্ডকে ২২৯ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৯৯ রানের বিশাল স্কোর করেন ৭ উইকেটের বিনিময়ে ৫০ ওভারে। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ২২ ওভারে ১৭০ রানে অল আউট হয়  । 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে দক্ষিণ  আফ্রিকা ৫০ ওভারে ৭ উইকেট এর বিনিময়ে বিশাল ৩৯৯ রান করেন। শুরুটা ভালোই করে ইংল্যান্ড বোলাররা ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলে ডি কককে ড্রেসিংরুমে ফেরান রিস টপলি।  দ্বিতীয় উইকেটের জন্য ১২১ রানের পার্টনারশিপ করেন ওপেনার রেজা হেনরিক্স ও মিডিল   অর্ডার ব্যাটসম্যান ভানডার ডুসেন। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট আউট হয় ১২৫ রানে আদিল রশিদের বলে ৬০ রান করে ভ্যান্ড ডুসেন আউট হয়ে ফিরে যান। ১৬৪ রানে তৃতীয় উইকেট আউট হয় আফ্রিকার রেজা হেনরিক্স ৮৫ রানে আদিল রশিদের বলে আউট হন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক  মারকম ৪৪ রান করে আউট হন। দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেট আউট হয় ২৩৩ রানে। ডেভিড মিলার পাঁচ রানে রিস টপলির বলে বেন স্টোকের হাতে ক্যাচ আউট হন। আফ্রিকার পঞ্চম উইকেট আউট হয় ২৪৩ রানে। ষষ্ঠ উইকেটের জন্য ১৫১ রানের পার্টনারশিপ করেন হেনরি ক্লাসেন ও অলরাউন্ডার মার্কো জেনসন। হেনরি ক্লাসেন অসাধারণ ব্যাটিং এর প্রদর্শন করেন। মাত্র ৬১ বলে শতরান করেন। তার ৬৭ বলে ১০৯ রানের ইনিংসের সাহায্যে দক্ষিণ আফ্রিকাকে ৩৯৯ রানের বিশাল স্কোর গড়তে সাহায্য করেন। ক্লাসেন  ১০৯ রানের ইনিংসটি খেলেন ১২টি চার ও ৪টি ছয়ের সাহায্যে। অন্যদিকে অলরাউন্ডার মার্কো জেনসন মাত্র ৪২ বলে ৭৫ রানে অনবদ্য ইনিংস খেলেন। জেনসন ৭৫ রানের ইনিংস টি খেলেন তিনটি চার ও ছয়টি ছয়ের সাহায্যে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেট আউট হয় ৩৯৪ রানে এবং সপ্তম উইকেট আউট হয় ৩৯৮ রানে। দক্ষিণ আফ্রিকা অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের উপর ভর করে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৯৯ রান করেন। 

ইংল্যান্ডের হয়ে রিস টপলি  তিনটি  উইকেট নেন।  অ্যাট কিনসন দুটি এবং স্পিনার আদিল রশিদ দুটি উইকেট নেন। 

৪০০ রানের বিশাল স্কোরটি তাড়া করতে নেমে   প্রথম থেকে চাপে পড়ে যায় ইংল্যান্ড ওপেনাররা। প্রথমে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স এবং পরে বল  হাতে দক্ষিণ আফ্রিকার বোলিং দের অনবদ্য পারফরম্যান্সের উপর ভর করে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড কে ১৭০ রানে অলআউট করেন। বিশ্ব চ্যাম্পিয়নদের  ২২৯ রানে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় জয়টি অর্জন করলেন দক্ষিণ আফ্রিকা । ব্যাট করতে নেমে ইংল্যান্ডের  ব্যাটসম্যানরা  বড় রানের স্কোর করতে ব্যর্থ হন, দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক স্কোর করেন প্রেসার মার্ক উড  ৪৩,অ্যাট  কিনসন ৩৫ রান করেন । ইংল্যান্ড   দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হেরে বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন হয়ে পড়ল ইংল্যান্ড কাছে। ইংল্যান্ড চার ম্যাচের মধ্যে তিনটিতে হার ও একটি জয় নিয়ে নবম স্থানে রয়েছে। 

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স করেন  জি কোটেজি ৩ উইকেট নেন। লুঙ্গি এনগিরি দুটো মার্ক জেনসন দুটো এবং রাবাদা ও মহারাজ একটি করে উইকেট নেন। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৭ বলে ১০৯ রানের অনবদ্য উইনিংস খেলার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হেনরি ক্লাসেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *