Sat. Sep 14th, 2024
CWC 2023 NZ vs NED

আইসিসির একদিনের ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড ৯৯ রানে নেদারল্যান্ডসকে হারাল । নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান তোলেন, জবাবে নেদারল্যান্ডস ৪৬.৩ ওভারে ২২৩ রানে অলআউট হয়। মিচেল স্যান্টারের অল  রাউন্ড পারফরমেন্সের সাহায্যে দ্বিতীয় ম্যাচেও সহজেই জয়লাভ করল টম লাথামরা ।পরপর দুই ম্যাচে অপরাজিত রইল  নিউজিল্যান্ড প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড কে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করে গতবারের রানার্স আপরা। 

 রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একদিনের ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। টসে জিতে নেদারল্যান্ডস এর  অধিনায়ক বল করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে  শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনভে এবং ইয়ং। প্রথম উইকেটের জন্য ৬৭ রানের পার্টনারশিপ করেন ডেভন কনভে ৩২ রান করে আউট হয়ে ফিরে যান।  দ্বিতীয় উইকেট এর জন্য  জুটি বাঁধেন ইয়ং এবং প্রথম ম্যাচে শতরান করা রচিন রবীন্দ্র । নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট আউট হয় ১৪৪ রানে  ইয়াং ৭০ রান করে আউট ফিরে যান। ইনিংসের শেষের দিকে মিচেল স্যান্টারের ঝড়ো ১৭ বলে ৩৬ রানের ইনিংসের সাহায্যে নিউজিল্যান্ড ৩২২ রানের বিশাল স্কোর করেন। এছাড়া নিউজিল্যান্ডের হয়ে রচিন রবীন্দ্র ৫১,ডি মিচেল ৪৮,অধিনায়ক টম লাথাম ৫৩ রানের ইনিংস খেলেন। 

৩২৩ রানের  লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নেদারল্যান্ড ২২৩ রানে অলআউট হয়। মিচেল স্যান্টারের বোলিংয়ের সামনে নেদারল্যান্ড  কোন ব্যাটসম্যানই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।মিচেল স্যান্টার দশ ওভারে ৫৯  রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। নেদারল্যান্ড হয়ে সর্বোচ্চ স্কোর করেন কলিং একারম্যান ৭৩ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ড  ৯৯ রানে নেদারল্যান্ডকে পরাজিত করেন। বিশ্বকাপে পরপর দুটি ম্যাচ জিতে অপরাজিত রইল নিউজিল্যান্ড। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে  রইল নিউজিল্যান্ড । ম্যাচের সেরা নির্বাচিত হলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার  মিচেল স্যান্টার ৩৬(১৭), ৫-৫৯  । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *