ডুরান্ড কাপে গ্রুপ সি এর ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামে ব্যাঙ্গালুর এফ সি মুখোমুখি হয়েছিল ভারতীয় এয়ার ফোর্স। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ড্র নিয়ে ফিরতে হয় আই এস এল এর টিম টিকে। ভারতীয় এয়ার ফোর্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে বেঙ্গালুরু এফসি।

খেলা শুরুর প্রথম থেকেই ব্যাঙ্গালুরুর ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করতে থাকে ইন্ডিয়ান এয়ার ফোর্স । ম্যাচের কুড়ি মিনিটের মাথায় এয়ার ফোর্স এর হয়ে একমাত্র গোলটি করেন বিবেক ।ম্যাচে ০-১ এর পিছিয়ে পড়ে বেঙ্গালুরু। প্রথমার্ধের বাকি সময়টা চেষ্টা করো ম্যাচের সময় সমতা ফেরাতে পারিনি ব্যাঙ্গালুরুর খেলোয়াড়রা। প্রথমার্ধ শেষ হয় এক শূন্য গোলে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাপায় জনসনরা। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে ম্যাচে সমতায় ফেরায় জনসন সিং। গোল করার পরে প্রতিপক্ষের ডিফেন্সে চাপ বাড়াতে শুরু করে ব্যাঙ্গালোরের এফসি। এয়ার ফোর্সের গোলরক্ষক দক্ষতার ফলে ব্যাঙ্গালোরের প্রতিটি আক্রমণ প্রতিহত করে । নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে শেষ হয়।প্রথম ম্যাচে ব্যাঙ্গালোরের এফসিকে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।
ডুরান্ড কাপের গ্রুপ ই এর ম্যাচে নেপাল সেনাকে ৩-০ গোলে হারায় চেন্নায়ন এফসি। দু ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নকআউট এ নিজেদের জায়গা করে নিয়েছেন চেন্নায়েন। চেন্নাইয়ের হয়ে গোল তিনটি করেন ফারুক চৌধুরী, রহিম আলী, এবং রাফায়েল । ম্যাচে ৬৬ শতাংশ বলে দখল রাখে চেন্নায়েন এফসি অপরদিকে ৩৪ শতাংশ বলে দখল রাখে নেপাল সেনারা। ম্যাচে গোল লক্ষ করে ছটি শট নেয় চেন্নাই এফসি সেখানে তিনটি শার্ট নেয় নেপাল সেনারা।
গ্রুপ ই এর শীর্ষে রয়েছে চেন্নায়েন এফ সি ৬ পয়েন্ট, দ্বিতীয় স্থানে দিল্লি ২ পয়েন্ট, তৃতীয় স্থানে হায়দ্রাবাদ ১ পয়েন্ট, এবং চতুর্থ স্থানে রয়েছে নেপাল সেনারা ১ পয়েন্ট নিয়ে ।