Sat. Sep 14th, 2024
Durand Cup 2023

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল গোকুলাম কেরালা। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গোকুলাম কেরালাকে  ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল ইস্ট বেঙ্গল। ম্যাচের প্রথম প্রথম গোলটি করেন জডর্ন ইস্টবেঙ্গল খেলোয়াড়।  প্রথমার্ধ শেষ হয় ১-০ । ৫৭ মিনিটে ম্যাচে সমতায় ফেরান গোকুলাম   কেরালা খেলোয়াড় আমৌনি বৌবা  । ৭৭ মিনিটে বৌবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। গোকুলাম কেরালাকে হারিয়ে সেমিফাইনালে উঠলো ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের অভিযান শুরু করে বাংলাদেশ আর্মির সাথে ড্র দিয়ে শুরু করে। ডার্বিতে মোহনবাগানকে এক-শূন্য গোলে হারায় এবং পাঞ্জাব এফসি কে হারিয়ে গ্রুপ  শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে ইস্ট বেঙ্গল। অন্যদিকে গোকুলাম কেরালা ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে  থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে গোকুলাম কেরালা। 

ম্যাচের প্রথম মিনিটে গোল করে ইস্টবেঙ্গল কে এগিয়ে দেন জর্ডান । 

১১ মিনিটে  মহেশের পাস থেকে গোল করতে ব্যর্থ হন  নন্দকুমার। 

১২ মিনিটে কর্নার পায় গোকুলাম কেরালা। 

২৩ মিনিটে হলুদ কার্ড দেখেন বসিত ইস্টবেঙ্গল খেলোয়াড় সিভেরিওকে ফাউল করার জন্য

৩২ মিনিটে ইস্টবেঙ্গলে খেলোয়াড়ের নেওয়া       শটটি  ক্রসবারে লেগে প্রতিহত হয়। 

৪১ মিনিটে গোকুলাম কেরালার অধিনায়কের নিয়ে শটটি প্রতিহত করেন ইস্টবেঙ্গল গোলকিপার গিল। 

প্রথমার্ধ শেষ ১-০  গোলে। 

দ্বিতীয়ার্ধ ৪৮ মিনিটে রমেশকে ফাউল করলে  ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। 

৫০ মিনিটে গোকুলাম কেরালা খেলোয়াড়ের নেওয়া শটটি গোলকিপারের তালু বন্দী করেন। 

৫৭ মিনিটে ম্যাচের সমতায় ফেরান গোকুলাম কেরালার আমিনৌ বৌবার গোলে। 

৫৭ মিনিটে ইস্টবেঙ্গল খেলোয়াড় পরিবর্তন করেন

৫৯  মিনিটে কর্নার পাই কেরালা কর্নার টি কাজে লাগাতে ব্যর্থ হয় গোকুলাম কেরালার খেলোয়াড়রা। 

৬২ মিনিটে খেলোয়াড় পরিবর্তন করেন পকুলাম কেরালা

৭১ মিনিটে ইস্টবেঙ্গল খেলোয়াড় কে ফাউল করার জন্য হলুদ কার্ডটি বৌবা । 

৭৭ মিনিটে  গোকুলাম কেরালার খেলোয়াড়ের বৌবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল

৮২ মিনিটে খেলোয়াড় পরিবর্তন করেন গোকুল কেরালা। 

৮৫ মিনিটে গোকুলাম কেরালা অর্ধে ফ্রি কিক পায় ইস্ট বেঙ্গল। 

৮৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া ইস্টবেঙ্গল খেলোয়াড়ের শট টি প্রতিহত করেন গোকুলাম কেরালার গোলকিপার। 

অতিরিক্ত সময়ে চেষ্টা করেও ম্যাচে সমতায় ফেরাতে পারিনি গোকুলাম কেরালা। ইস্টবেঙ্গল এর কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল গোলাম কেরালা। অন্যদিকে গোকুলাম কেরালা কে হারিয়ে সেমিফাইনালে উঠল ইমামি ইস্টবেঙ্গল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *