Fri. Sep 20th, 2024

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে এর জন্য আটটি দল কোয়ালিফাই করেছে। ছটি গ্রুপের প্রথম স্থানে থাকা দলটি সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।  ছয়টি টি গ্রুপের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে যে দল দুটি পয়েন্টে এগিয়ে থাকবে অথবা একই পয়েন্টে থাকবে তাদের গোল পার্থক্যের বিচারে সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা  করে নেবে। 

Durand Cup Knockout Fixture

গ্রুপ এ :  কোয়ার্টার ফাইনালে জন্য যোগ্যতা অর্জন করে ইস্টবেঙ্গল।   ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে। 

গ্রুপ বি : কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা  করে নেয় মুম্বাই সিট। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে  শেষ করেন  মুম্বাই সিটি এফসি। 

গ্রুপ সি : ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছে  গোকুলাম কেরালা

গ্রুপ ডি : গ্ৰুপের প্রথম স্থানে শেষ করে গোয়া। প্রথম স্থানে থেকে ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নেয় এফপি গোয়া। 

গ্রুপ ই :  তিন ম্যাচে ৯পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে শেষ করে চেন্নায়েন এফসি । গ্রুপ শীর্ষে  থেকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠে চেন্নায়েন এফ সি। 

গ্রুপ এফ : কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইন্ডিয়ান আর্মি।  ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ  শীর্ষে শেষ করেন ইন্ডিয়ান আর্মি। 

কোয়ার্টার ফাইনালে অপর দুটি দল  যোগ্যতা অর্জন করে গ্রুপ  এ থেকে দ্বিতীয় স্থানে শেষ করে ছয় পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট। 

গ্রুপ ডি তে  দ্বিতীয় স্থানে শেষ করে নর্থইস্ট ইউনাইটেড ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে থেকে  কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা  করে নেয়।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জনকারী আটটি দল হল : ইমামি ইস্টবেঙ্গল, মুম্বাই সিটি এফসি, গোকুলাম কেরালা, এফসি গোয়া, চেন্নাইয়েন এফসি, ইন্ডিয়ান আর্মি, মোহনবাগান সুপার জায়েন্ট, এবং নর্থইস্ট ইউনাইটেড। 

ডুরান্ড কাপ নকআউট ড্র :

২৪ আগস্ট

প্রথম কোয়ার্টার ফাইনাল :  ইন্ডিয়ান আর্মি বনাম নর্থ ইস্ট ইউনাইটেড

২৫ আগস্ট

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল : ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা

২৬ আগস্ট

তৃতীয় কোয়ার্টার ফাইনাল :  এফসি গোয়া বনাম চেন্নায়েন এফসি

২৭ আগস্ট

চতুর্থ কোয়ার্টার ফাইনাল : মোহনবাগান এসজি বনাম মুম্বাই সিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *