Fri. Sep 20th, 2024
২০২৬ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্ব

 মালেশিয়ায় কুয়ালালামপুরে এএফসির প্রধান কার্যালয় থেকে আগামী ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের গ্রুপ বিন্যাস করা হল। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের জন্য ভারতীয় ফুটবল দল গ্ৰুপ এ তে জায়গা পেল। ভারতের গ্ৰুপে আছে কাতার, কুয়েত, আফগানিস্তান এবং মঙ্গোলিয়া মধ্যে প্রথম রাউন্ডের ম্যাচের বিজয়ী দল। ভারত এখন ফিফার বিশ্ব ক্রমতালিকায় ৯৯ নম্বর স্থানে রয়েছে তাই সুনীল ছেত্রীরা বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড থেকে খেলবে। বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১৬ ই নভেম্বর ২০২৩ থেকে। 

বাছাই পর্বের গ্রুপে ভারতের নিচে ফিফার বিশ্ব ক্রমতালিকায় কুয়েত রয়েছে ১৩৭ নম্বরে, আফগানিস্তান রয়েছে ১৫৭ নম্বর স্থানে, এবং মঙ্গোলিয়া রয়েছে ১৮৩ নম্বর স্থানে। গ্রুপে কাতার একমাত্র দেশ যারা ফিফার বিশ্ব ক্রমতালিকা ভারতের আগে অবস্থান করছে। কাতারের ফিফার বিশ্ব ক্রমতালিকায়  ৫৮ নম্বর স্থানে রয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল তৃতীয় রাউন্ডে  উঠবে। 

বিশ্বকাপের বাছাই পর্বের গ্রুপ বিন্যাস দেখে নেওয়া যাক

গ্রুপ এ- ভারত, কাতার,  কুয়েত, আফগানিস্তান অথবা মঙ্গোলিয়া। 

গ্রুপ বি- উত্তর কোরিয়া, জাপান, সিরিয়া, মায়ানমার অথবা ম্যাকাও। 

গ্রুপ  সি- থাইল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা গুয়াম। 

গ্রুপ ডি- মালয়েশিয়া, কিরঘিজস্তান, ওমান, চাইনিজ তাইপেই অথবা তিমর। 

গ্রুপ ই- তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ইরান, হংকং চাইনা অথবা ভুটান। 

গ্রুপ এফ- ফিলিপিন্স, ভিয়েতনাম, ইরাক, ইন্দোনেশিয়া অথবা ব্রুনেই। 

গ্রুপ জি- তাজিকিস্তান, জর্ডন, সৌদি আরব, কম্বোডিয়া অথবা পাকিস্তান। 

গ্রুপ এইচ- বাহারিন, সংযুক্ত আরব আমির শাহি, নেপাল বা লাওস এবং ইয়েমেন বা শ্রীলঙ্কা, 

গ্রুপ  আই- লেবানন,  প্যালেস্টাইন, অস্ট্রেলিয়া, মালদ্বীপ অথবা বাংলাদেশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *