হরমনপ্রীতের জোড়া গোল, সেমিফাইনালে পৌঁছাল ভারত।
হকিতে ভারতের দাপট অব্যাহত। চেন্নাইয়ে অধিনায়ক হরমন প্রীত সিং এর জোড়া গোলে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল ভারত । গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। অন্যদিকে হেরে এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নিল পাকিস্তান।
খেলার প্রথম মিনিট থেকে আক্রমণ করে পাকিস্তান। খেলার দ্বিতীয় মিনিটে গোল করে সবাইকে চমকে দেয় পাকিস্তান রেফারি গোল দিলে ভারত রিভিউ নেয়। রেফারি গোল বাতিল করে ভারতের বিরুদ্ধে পেনাল্টি কর্নার দেয়। পাকিস্তানের সুফিয়ানের শটটি বাঁচান গোলরক্ষক কৃষ্ণ পাঠক।
ভারতে হয়ে প্রথম গোলটি পেনাল্টি কর্নার থেকে করেন অধিনায়ক হরমন প্রীত সিং প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে। খেলার দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি কর্নার থেকে হরমন প্রীত সিং ২২ মিনিটে। দ্বিতীয় কোয়ার্টারে বাকি সময়টা ভারতের একের পর এক আক্রমণে চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল পাকিস্তান খেলোয়াররা। প্রথমার্ধ শেষ হয় ২০ গোলে।
তৃতীয় কোয়ার্টারের ভারত আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে একের পর এক আক্রমণে পাকিস্তান খেলোয়াররা পেনাল্টি কর্নার দিতে বাধ্য হয়। ভারত পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোলটি করেন যুগরাজ সিংহ ভারতের হয়ে। চতুর্থ গোলটি করেন মনদীপ সিংয়ের পাস থেকে আকাশদীপ সিংহ। ভারতে ৪-০ গোলে এগিয়ে যায় যেখান থেকে পাকিস্তানের কাম ব্যাক করা প্রায় অসম্ভব ছিল ।
পাকিস্তানকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে ম্যাচটি ড্র করতে হত সেখানে ভারতের বিরুদ্ধে চারটি গোল খেয়ে কার্যত টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন।