Mon. Jan 27th, 2025

জাপানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে ভারত, গোল পেলেন আকাশদীপ সিং হরমন প্রীত সিং মনদীপ সিং সুমিত, কার্থি, দেশের হয়ে ৩০০ টি ম্যাচ খেললেন শ্রিজেস , ফাইনালে মুখোমুখি মালেশিয়ার।

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে জাপানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত।  ফাইনালে ভারতের প্রতিপক্ষ হল মালেশিয়া  ভারতের হয়ে গোল করেন আকাশদীপ সিং হরমন প্রীত সিং মনদীপ সিং সুমিত এবং কার্থি। ভারতের হয়ে হকিতে ৩০০ তম ম্যাচটি খেললে গোলকিপার পি আর শ্রিজেস। 

Hockey Asian champions Trophy 2023
Image Credits: Hockey India

হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের   মুখোমুখি হয়েছিল জাপান। প্রথম কোয়ার্টারের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। দুই দলই সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। প্রথম কোয়ার্টারে ভারতীয় দল একটি পেনাল্টি কর্নার পেলেও। পেনাল্টি কর্নারের শট টি  জাপানিস গোলকিপার তা প্রতিহত করে । 

খেলার দ্বিতীয় কোয়ার্টা শুরুর চার  মিনিটের  মধ্যে ভারতকে গোল করে এগিয়ে দেন আকাশ দীপ সিং ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে ভারতের হয়ে গোলের ব্যবধান বাড়ায় ৩-০ করেন মানদীপ সিং। প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোলে। 

তৃতীয় কোয়াটারের শুরু থেকে আক্রমণাত্মকভাবে খেলতে থাকে ভারত একাধিক সুযোগ তৈরি করলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি হরমনপ্রীতরা। খেলার ৩৯ মিনিটে সুমিতের অসামান্য গোলে ৪-০ এগিয়ে যায় ভারত।বাকি সময়টা ভালো  খেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি ভারত। 

চতুর্থ কোয়াটারে ভারতের পরিবর্তিত গোলরক্ষক রূপে পি আর শ্রিজেস  তার ক্যারিয়ারে ৩০০তম ম্যাচ খেলতে  নামেন। চতুর্থ কোয়াটারের ৫১ মিনিটে ভারতের হয়ে পঞ্চম গোলটি করেন এস কার্থী। । 

ভারত হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে মালেশিয়ার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *