Fri. Sep 20th, 2024

তিলক বার্মার লড়াকু অর্ধশত রানের উপর ভর করে ভারত ২০ ওভারে ১৫২ রান করে । পুরানের ৬৭ রানের ইনিংস, সিরিজে ২-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। 

তিলক বার্মার  অর্ধশত রানের উপর ভর করে ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২০ ওভারে ১৫২ রান তোলে  । পুরানের ৬৭  রানের ইনিংস সাহায্যে ভারতকে ২ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। 

গয়ানায়  দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হার্দিক পান্ডিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় । ভারত  প্রথম একাদশে একটি মাত্র পরিবর্তন করেন কুলদীপ যাদবের বদলে লেগ স্পিনার রবি বিষ্ণোই প্রথম একাদশে সুযোগ পায়। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারিনি ভারতীয় ওপেনার   শুভমান গিল ৭ রান করে আউট হয়ে। অভিজ্ঞ ব্যাটসম্যান সূর্য কুমার যাদব এক রান করে রান আউট হয়ে ফিরে যায়। তৃতীয় উইকেটের জন্য ঈশান কিষাণ ও তিলক বর্মা ৪২ রানের পার্টনারশিপ করে। ঈশান কিশান  ২৭ রান করে, সঞ্জু স্যামসাং সাত রান করে স্টম্প আউট হয়। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও তিলক বার্মা ৩৮ রানের পার্টনারশিপ করে। তিলক বার্মা  আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে প্রথম অর্ধশত রানটি করেন। তিলক বার্মা ৫১ রানে আউট হয়ে ফিরে যায় করেন।  হার্দিক পান্ডিয়া ২৪,অক্ষয় প্যাটেল ১৪,রবি বিষ্ণোই ৮,আর্শদীপ সিং ৬ রান করে নির্ধারিত ২০ ওভারে  ৭ উইকেট হারিয়ে  ১৫২ রান করে ।  ভারতের হয়ে তিলক বার্মা  সর্বাধিক ৫১ রান করেন। এছাড়া আর কোন ব্যাটসম্যানই বড় রানের স্কোর করতে পারেনি। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন আলজারি জোসেফ আকিল হোসেন এবং রোমিও শেফার্ড। 

ওয়েস্ট ইন্ডিজ ১৫৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে  ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেট আউট হয় ৩২ রানে। চতুর্থ উইকেট এর জন্য জুটি বেঁধে ৫৭ রান যোগ করেন নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল।ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেট আউট হয় ১২৬ রানে। নিকোলাস পুরান ৬৭ রান করে আউট হয় । শিমরন হেটমায়ার ২২  রান করেন । ওয়েস্ট ইন্ডিজের চার রানের মধ্যে চার উইকেট হয়। চাহাল এক ওভারে একটি রান আউটসহ তিনটি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয় ভারতের দিকে। শেষ পর্যন্ত আকিল হোসেন ও আলজারি জোসেফ এর ২৬ রানের পার্টনারশিপে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের লক্ষে পৌঁছে দেয় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। 

ভারতের হয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া তিনটি উইকেট নেন, চাহাল ২টি  উইকেট  নেন। আর্শদীপ ও মুকেশ কুমার একটি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *