Sun. Sep 15th, 2024

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে,  বুমরা,  বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণাদের দাপটে, সিরিজে১-০ এগিয়ে গেল ভারত।

Ireland vs India 2023,

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে সিরিজে মালাহাইড ক্রিকেট ক্লাবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামে ভারত। ভারতের হয়ে অধিনায়কত্ব  করে পেসার জাসপ্রীত বুমরা। দীর্ঘদিন চোটের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন বুমরা। কলকাতা নাইট রাইডার্সের  রিঙ্কু সিং আইপিএলে ভালো প্রদর্শন করার জন্য দেশের হয়ে অভিষেক করতে চলেছেন। তাকে দেশের ক্যাপ তুলে দেন অধিনায়ক বুমরা। ভারতের আর এক প্রেসার প্রসিদ্ধ কৃষ্ণা চোট সারিয়ে দলে ফিরেছেন। 

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক জাসপ্রীত বুমরা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় বোর্ড আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইয়ং খেলোয়াড়দের খেলার সুযোগ দিয়েছেন।  জাসপ্রীত বুমরা  দীর্ঘদিন চোটের জন্য বাইরে থাকার পরে দলে ফিরে এসে প্রথম ওভারে দুটি উইকেট নেন আয়ারল্যান্ডের। প্রথম ওভারে দুটি উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের কোন ব্যাটসম্যানই ভারতীয় বোলারের সামনে বড় রানের পার্টনারশিপ গড়তে পারেনি ৫৯ রানের ছয় উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় । বি  ম্যাককার্থি চাপের মুখে ৩১ বলে ৫১ রানের অসাধারণ ইনিংসের সাহায্যে  ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে  ১৩৯ রান তোলে আয়ারল্যান্ড। 

আয়ারল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেন  বি ম্যাককার্থি ৫১,ক্যাম্পার ৩৯,এম অ্যাডয়ার ১৬  স্টার্লিং ১১। 

ভারতের হয়ে দুটি করে উইকেট নেয় বুমরা, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা। এবং আর্শদীপ একটি উইকেট নেয়। 

ভারত ১৪০ রানের জবাবে শুরুটা ভালোই করে ওপেনার জুটি যশস্বী এবং ঋুতুরাজ । প্রথম ছয় ওভারে কনো উইকেট না হারিয়ে ৪৫ রান করে। ষষ্ঠ ওভারে ৫ বলের মধ্যে ২ রানে ২ উইকেট হারায় ভারত। এরপর বৃষ্টির জন্য আর খেলা না হওয়াই । ভারত ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান করে। ডিএলএস এর নিয়ম অনুসারে ভারত ২ রানে হারায় আয়ারল্যান্ডকে। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। 

ভারতের হয়ে যশস্বী ২৪,ঋুতুরাজ ১৯ (অপরাজিত) তিলক বার্মা ০ এবং স্যামসাং ১ রানে (অপরাজিত) থাকে। 

ম্যাচের সেরা নির্বাচিত হন অধিনায়ক জসপ্রীত বুমরা (৪ ওভার ২৪ রান ২ উইকেট)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *