Sat. Jan 31st, 2026

বর্তমান অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শিফেংকে স্ট্রেট  সেটে হারিয়ে কানাডা ওপেনের চ্যাম্পিয়ন হলেন লক্ষ্য সেন । 

কানাডা ওপেন এর ফাইনালে স্ট্রেট সেটে খেতাব জিতলেন লক্ষ্য সেন। কমনওয়েলথ গেমসের সোনা জয়ী লক্ষ্য সেন বর্তমান অল ইংল্যান্ড চাম্পিয়ান লি শি ফেং কে পরাজিত করেন কানাডা ওপেনে, খেলার ফল ২১-১৮ ২২-২০। 

ফাইনালে দ্বিতীয় সেটে চার পয়েন্টে পিছিয়ে থেকেও ব্যাডমিন্টনের  দুর্দান্ত প্রদর্শন  করে অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শিফেং কে স্ট্রেট সেটে হারিয়ে এ বছরের প্রথম খেতাব জিতলেন লক্ষ্য সেন ।  

লক্ষ্য সেন দ্বিতীয় সেটে ১৬-২০তে  পিছিয়ে থেকেও,  টানা ৬ পয়েন্ট জিতে কানাডা ওপেনের  চ্যাম্পিয়ন হলেন।  গত বছর ইন্ডিয়ান ওপেন জয়ের পর লক্ষ্য সেনের এটি দ্বিতীয় বিডব্লুএফ সুপার ৫০০ খেতাব জয়। 

 রাউন্ড অফ ৩২ এ বিশ্বে চার নাম্বর  খেলোয়ার  কুনলাভুত কে  পরাজিত করে লক্ষ্য সেন। সেমিফাইনালে বিশ্বের ১১ নম্বর জাপানিজ খেলোয়াড় কেনতা নিশিমোতোকে ২১-১৭ ২১-১৪ গেমে হারায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *