Thu. Aug 7th, 2025

লীগস কাপের ফাইনালে উঠল ইন্টার মায়ামি। টানা ছয় ম্যাচ অপরাজিত থেকে লীগস কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন লিওনেল মেসিরা। সেমিফাইনালে ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মায়ামির হয়ে গোল করেন জোসেফ মার্টিনেজ, লিওনেল মেসি, আলাবা, ডেভিড রুইজ। 

Inter Miami
Image Credit:Twitter

সুবারু পার্কে লীগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল ফিলাডেলফিয়া।  ইন্টার মায়ামির কোচ দলটি সাজান ৪-৩-৩ ফর্মেশনে  ফরওয়ার্ড লাইনে থাকেন টেলর, মার্টিনেজ এবং মেসি  অন্যদিকে ফিলাডেলফিয়া ইউনিয়নের কোচ দলটি সাজান ৩-৪-২-১ ফর্মেশন।  সেমিফাইনাল ম্যাচে ফিলাডেলফিয়াকে ৪-১ পরাজিত করে প্রথমবারের জন্য লীগস কাপের  ফাইনালে উঠে ইতিহাস গড়লেন আলবা ও বুস্কেটসরা। ফুটবলের জাদুকর মেসি লীগস কাপে ছয় ম্যাচে  নয়টি  গোল ও একটি অ্যাসিস্ট করেন। প্রথম মরশুমে  ছয়টি ম্যাচ খেলে নয়টি গোল করে  রেকর্ডটি নিজের নামে করলেন মেসি। 

ম্যাচের প্রথমার্ধের  শুরুতেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ম্যাচে তিন মিনিটে  গোল করে এগিয়ে দেন দলের ফরওয়ার্ড জোসেফ মার্টিনেজ। এরপর গোলের ব্যবধান বাড়ান কুড়ি মিনিটে দলের অধিনায়ক লিওনেল মেসি।  ডি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ে  দূরপাল্লার জোরালো  শটে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন মেসি।  প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইন্টার মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জোডি  আলাবা । প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় ফিলাডেলফিয়ার খেলোয়াড়রা । ফিলাডেলফিয়ার পরিবর্ত খেলোয়াড় হিসাবে নেমে ৭৩ মিনিটে দলের হয়ে একটি গোল করেন আলেকজান্ডো বেদোয়া। ৮৪ মিনিটে ইন্টার মায়ামির হয়ে চতুর্থ গোলটি করেন মিডফিল্ডার ডেভিড রুইজ। 

ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে পরাজিত করে প্রথম বার লীগস কাপের ফাইনালে উঠল মেসির ইন্টার মায়ামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *