Sat. Sep 21st, 2024

রবিবার লীগস কাপের ফাইনালে  ইন্টার মায়ামির মুখোমুখি হয়েছিল নাশভিল। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ট্রাইবেকারে জিতল ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির কাছে পেনাল্টি তে ১০-৯ গোলে হারে নাশভিল। লিওনেল মেসি  নাশভিলকে হারিয়ে ইন্টার মায়ামির হয়ে প্রথম ট্রফি জিতলেন। মেসি তার ফুটবল ক্যারিয়ারে ৪৪তম ট্রফিটি জিতলেন। ফাইনালে নাশভিলকে হারিয়ে ইন্টার মায়ামি প্রথম ট্রফি জিতলেন। 

Leagues Cup Final 2023
Image Credit :Twitter

খেলার প্রথম দিকে নাশভিল  আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয়। ম্যাচের প্রথম গোলটি করে মায়ামি। খেলার ২৩ মিনিটে মেসি ডি বক্সের বাইরে থেকে বলটি ধরে নাশভিলের দুই  খেলোয়ার কে কাটিয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বিপক্ষের জালে বলটি জড়িয়ে দেন । নাশভিলের গোলকিপার মেসির শট  টি  চেষ্টা করেও প্রতিহত করতে ব্যর্থ হয়। ফুটবলের জাদুকর দুর্দান্ত একটি গোলে  ফাইনালে ইন্টার মায়ামিকে  এগিয়ে দেন। ফাইনালেও মেসি ম্যাজিক দেখলো যুক্তরাষ্ট্র। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরে  মেসি ম্যাজিক অব্যাহত। টানা ৭ ম্যাচে ১০  গোল করে রেকর্ড গড়লেন মেসি। ১০টি গোল ছাড়াও একটি অ্যাসিস্ট করেন মেসি মায়ামির হয়ে।। 

প্রথমার্ধ ম্যাচের বাকি সময়টা চেষ্টা করেও আর কোন দল গোল করতে পারিনি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। 

দ্বিতিয়ার্ধে খেলতে নেমে  নাশভিল ম্যাচে সমতায় ফেরে। ম্যাচের ৫৭ মিনিটে  কর্নার কিক থেকে  হেডে গোল করে নাশভিলের  খেলোয়াড় ফাফ পিকাল্ট।  নির্ধারিত সময়ে দুই দলই জয়সূচক গোলের চেষ্টা করলেও কোন দলই জয়সূচক গোলটি করতে পারেনি।   ম্যাচটি  ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। 

শেষ পর্যন্ত ট্রাইবেকারে ইন্টার মায়ামি  ১০-৯ গোলে হারায় নাশভিলকে।  প্রথমবার লীগস কাপের চ্যাম্পিয়ন হয়  ইন্টার মায়ামি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *