Fri. Sep 20th, 2024
MERDEKA CUP2023

মারডেকা কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল ভারত।   সুনীল ছেত্রীর গোলেও শেষ রক্ষা হলো না ভারতের। আয়োজক দেশ মালয়েশিয়ার   কাছে ৪-২ গোলে হেরে  টুর্নামেন্ট থেকে বিদায় নিল হল সন্দেশ ঝিঙ্গনরা । ভারতের হয়ে গোল করেন সুনিল ছেত্রী ও নওরাম রমেশ সিং । 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারডেকা কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও মালেশিয়া। চরটি দেশ নিয়ে আয়েজিত এই টুর্নামেন্ট।বর্তমানে ভারতের ফিফার  বিশ্ব ক্রমতালিকায় ১০২ নম্বর স্থানে রয়েছে । এবং মালয়েশিয়া ১৩৪ নম্বর স্থানে। মালয়েশিয়া ও ভারত মুখোমুখি হয়েছে ৩২ বার , শেষবার ভারতের মেরদিকা কাপে মুখোমুখি হয়েছিল মালয়েশিয়া ২০০১ সালে। 

খেলার প্রথম মিনিটে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ভারতের কাছে গোল করতে ব্যর্থ হয় ভারতীয়  খেলোয়াড়রা।   আট মিনিটে কর্নার থেকে গোল করে এগিয়ে যায় মালয়েশিয়া গোল করেন   ডিওন কুলস ।  ১৩ মিনিটে ভারতের হয়ে ম্যাচে সমতায় ফেরান নাওরাম  রমেশ সিং। ১৭ মিনিটে পেনাল্টি পায় মালয়েশিয়া পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন আরিফ  আইম্যান । ২৩ মিনিটে মালেশিয়ার গোলের ব্যবধান বাড়ান মোহাম্মদ akhyar। ২৯ মিনিটে গোল করার সুযোগ  নষ্ট করে মালয়েশিয়া খেলোয়াড়। ৩৪ মিনিটে ফ্রি কিক প্রায় ভারত। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলে । দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ভারতের হয়ে গোলের ব্যবধান কমান অধিনায়ক সুনীল ছেত্রী । ৫৯ মিনিটে মালয়েশিয়ার হয়ে 

গোলের ব্যবধান দ্বিগুণ করেন করবিন। ৬৭ মিনিটে ভারতের খেলোয়াড় এর নেওয়া শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। ৭২ মিনিটে ভারতের হয়ে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন সাহাল আব্দুল সামাদ। শেষ পর্যন্ত চেষ্টা করেও সুনীল ছেত্রীরা ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হন। মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হারতে হয় ভারতকে। এশিয়ান গেমসে রাউন্ড ১৬ থেকে বিদায় নেওয়ার ভারত। এবার মারডেকা কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন সুনীল ছেত্রীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *