Fri. Sep 20th, 2024
inter miami

 লিগস কাপে  মেসি ম্যাজিক দেখলো যুক্তরাষ্ট্র।  আটলান্টার মুখোমুখি হয়েছিল  ইন্টার মায়ামি। মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচে  দুটি গোল  এবং একটি  অ্যাসিস্ট করলেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে পরিবর্ত খেলোয়াড় হিসাবে খেলতে নামেন মেসি, দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামির অধিনায়ক হিসেবে প্রথম থেকেই শুরু করেন । প্রথম ম্যাচে খেলার অতিরিক্ত সময়ে বাঁ  পায়ের চোখ ধাঁধানো ফ্রি কিক থেকে  গোল করে দলকে জেতান মেসি।

ইন্টার মায়ামি জার্সিতে দুই ম্যাচে তিনটি গোল করলেন ফুটবলের রাজপুত্র। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও আটলান্টা।  মেসির সঙ্গে প্রথম একাদশে শুরু করে বার্সেলোনার  প্রাক্তন আর এক সতীর্থ সার্জিও বুস্কেটস। মেসি ম্যাজিক দেখার জন্য দর্শকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। খেলার আট মিনিটে মাথায়   সার্জিও বুস্কেটসের পাশ থেকে গোলটি করেন মেসি। যদিও প্রথমবার শটটি গোলপোস্টে লাগে, পোস্টে লেগে ফিরে আসা বলটি ধরে ডান পায়ে তা  জালে জড়িয়ে দেন মেসি ।    খেলার  ২২ মিনিটের মাথায়  দ্বিতীয় গোলটি করেন মেসি। খেলার ৪৪ মিনিট মাথায়  তৃতীয় গোলটি করেন টেলার। প্রথমার্ধে ৪৫ মিনিটের মধ্যে ৩-০ এগিয়ে যায় ইন্টার মায়ামি। 

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে মেসির পাশ থেকে চতুর্থ গোলটি করে রবার্ট টেলার। খেলার ৭৭ মিনিটের মাথায় কোচ  মেসিকে তুলে নেন। মেসি মাঠ ছেড়ে উঠে যাওয়ার সময় সমস্ত দর্শক উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। ৮২ মিনিটের মাথায় আরেক গোলদাতা রবার্ট টেলারকে  তুলে নেন কোচ।খেলার ৮৪ মিনিটের মাথায় ইন্টার মায়ামির খেলোয়ার  ক্রিস্টোফার ম্যাকভি  ডি বক্সের মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়কে টেনে ফেলে দিলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এবং আটলান্টাকে  পেনাল্টি দেয় রেফারি, সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় আটলান্টার আর্জেন্টাইন খেলোয়ার  থিয়াগো আলমাদা। খেলার শেষ দিকে আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ইন্টার মায়ামি  ৪-০ গোলে আটলান্টাকে হারায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *