Sat. Sep 14th, 2024

হামবানটোটাতে তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান ।  পাকিস্তান প্রথম ম্যাচে ১৪২  রানে আফগানিস্তানকে হারালো।   তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল বাবর আজমরা। পাকিস্তান ৪৭.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ২০১ রান তোলে। জবাবে হ্যারিস রাউফের বোলিংয়ে সামনে রাশিদ খানরা ৫৯ আল আউট হয় ১৯.২ ওভারে। আফগানিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর হল ৫৯। আফগানিস্তানের সর্বনিম্ন স্কোর টি হল ৫৮ রানের। 

Pakistan vs Afghanistan
Image Credit :ICC Twitter

পাকিস্তান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেম শুরুতেই দুই উইকেট হারায় পাকিস্তান। ফকর জামান ২, লঙ্কা প্রিমিয়ার লীগে ছন্দে থাকা বাবর আজম ০ করে আউট হয় । পাকিস্তান ইমাম উল হকের  ৯৪ বলে ৬১ রানের ইনিংসের ওপর ভর করে  পাকিস্তান ২০১ রান করে। এছাড়া রিজওয়ান ২১ আহমেদ ৩০ শাদাব খান ৩৯ রান করেন পাকিস্তানের হয়ে। 

আফগানিস্তানের হয়ে  মুজিব উর রহমান তিনটি উইকেট নেন। লেগ স্পিনার রশিদ খান দুটি উইকেট এবং  নবি দুটি উইকেট নেয়। 

২০২ রানে জবাবে আফগানিস্তান হ্যারিস রাউফ এবং  আফ্রিদিদের বোলিং দাপটে ৫৯ রানে অলআউট হয়। হ্যারিস রাউফের আগুনের বোলিং এর সামনে আফগানিস্তানের কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। আফগানিস্তানে হয়ে  গুরবাজ ১৮, ওমারাজি16 নবি ৭ এছাড়া জরদান

আর শাহ, শাহিদী এবং রশিদ খান শূন্য রানে আউট হয়। 

পাকিস্তানের হয়ে হ্যারিস রাউফ ৫ উইকেট  এস আফ্রিদি ২ উইকেট  নাসিম এবং শাদাব  একটি করে উইকেট নেয়। 

ম্যাচের সেরা নির্বাচিত হন হ্যারিস রাউফ ৫/১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *