Sat. Sep 21st, 2024

অ্যান্ডফিল্ডে বোর্নমাউথকে ৩-১ গোলে হারালো লিভারপুল।প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচে লিভারপুলের মুখোমুখি হয়েছিল বোর্নমাউথ। লীগের প্রথম ম্যাচে লিভারপুল মুখোমুখি হয়েছিল চেলসি ম্যাচটি  ১-১ গোলে শেষ হয়। বোর্নমাউথ লিগ শুরু করেছিল ওয়েস্ট হাম ইউনাইটেডের সঙ্গে  ১-১ গোলে ড্র দিয়ে। 

Premier Leagure  LIV vs BOU 2023
Images Credit :Twitter

খেলার তৃতীয় মিনিটে লিভারপুল খেলোয়াড় আলেকজান্ডার আর্নাল্ডের ভুলে গোলটি পায় বোর্নমাউথ। ১-০ গোলে এগিয়ে যায় বোনেমাউথ।

৬ মিনিটে রবার্টসন এর কর্নার থেকে ভ্যান ডাইকের হেডটি বারে লেগে ফিরে আসে। 

১৩ মিনিটে আর্নাল্ডের ডি বক্সের ভিতর থেকে নেওয়া শট টি বারের উপর দিয়ে চলে যায়। 

২৮ মিনিটে লুইস দিয়াজের গোলে ম্যাচে সমতাই  ফেরে লিভারপুল

৩৬ মিনিটে সোবসজলাইকে ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। সালাহ পেনাল্টি শটটি সেভ করে নেটো কিন্তু ফিরতি বলটি জালে জড়িয়ে দলের ব্যবধান ২-১ করেন সালাহ। 

৪৫ মিনিটে আর্নাল্ডের বাঁ পায়ের নেওয়া শটটি সেভ করে নেটো। 

প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে। 

দ্বিতীয়াধ শুরুর  ৪ মিনিটের মাথায় সেমেনয়োর নেওয়া শট টি অল্পের জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়। 

৫৩ মিনিটে ডি বক্সের ভিতর থেকে সালাহ নেওয়া শটটি  সেভ করেন নেটো। 

৫৮ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার লাল কার্ড দেখে মাঠে বাইরে চলে যায়। 

৬২ মিনিটে দশজনে খেলা লিভারপুল দিয়েগো জটার  গোলে ব্যবধান ৩-১ করে। 

৬৭ মিনিটে জটার ডি বক্সের ভিতর থেকে নেওয়া বাঁ পায়ের শট টি  সেভ করে গোলকিপার নেটো

৭০ মিনিটে বোর্নমাউথ খেলোয়াড় মোরে ডি বক্সের মধ্যে পাওয়া বলটি গোলে রাখতে ব্যর্থ হয়। 

৮৪ মিনিটে বোর্নমাউথের খেলোয়াড় এর শট টি সেভ করেন আলিসন। 

খেলার অতিরিক্ত সময়ে ট্রাওরের শট টি সেভ করেন আলিসন। 

নির্ধারিত ৯০ মিনিটে ৩-১ গোলে বোর্নমাউথকে  হারায় লিভারপুল। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে জয় দিয়ে লীগ শুরু করল  লিভারপুল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *