Fri. Sep 20th, 2024
Premier League 2023

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছিল নটিংহাম ফরেস্টের। ঘরের মাঠে চার মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ২-০  পিছিয়ে থেকে ৩-২ গোলে নটিংহাম ফরেস্ট কে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। ফরেস্টের হয়ে ম্যাচে দুই মিনিটে গোলটি করেন আওনিয়ি। এবং চার মিনিটে দ্বিতীয় গোলটি করেন বলি। ম্যাচের ১৭ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকশন গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ব্যবধান কমান। ৫২ মিনিটে ম্যাচের সমতায় ফেরান  ক্যাসেমিরো। ৬৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান নটিংহাম ফরেস্টের খেলোয়াড় ওয়ারাল। ম্যাচের বাকি সময় টা ১০ জনে খেলতে হয় নটিংহাম ফরেস্ট কে। ম্যাচের ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইউনাইটেডকে ৩-২  গোলে জেতান অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। 

২ মিনিটে নটিংহাম ফরেস্ট প্রতি আক্রমণ গোল করে এগিয়ে যায়। ওল্ড ট্রর্ফোডে ১-০ গোলে এগিয়ে যায় নাটিংহাম ফরেস্ট  ম্যানচেস্টার ৎইউনাইটেডের  বিরুদ্ধে। 

৪ মিনিটে ইউনাইটেডের ডি বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি কিক থেকে হেডে গোল করে এগিয়ে দেন নটিংহাম  ফরেস্টের খেলোয়াড় বলি। 

১৭ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে গোলের ব্যবধান কমান এরিকসন।  মার্কাস রাশর্ফোডের  পাস থেকে সুন্দর টাচে ফরেস্টের জালে বলটি জড়িয়ে দেন ক্রিশ্চিয়ান এরিকসন । খেলার স্কোর ২-১ করেন। 

২০ মিনিটে ইউনাইটেডের  মিডফিল্ডার ক্যাসেমিরোর নেওয়া শটটি সেভ করেন ফরেস্ট গোলকিপার। 

২৬ মিনিটে  কর্নার থেকে ফাঁকা গোলে বলটি রাখতে ব্যর্থ হন  ক্যাসেমিরো। ম্যাচের সমতায় ফেরার সুবর্ণ সুযোগটি নষ্ট করেন ইউনাইটেড মিডফিল্ডার। 

প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে ম্যানচেস্টারকে  সমতায় ফেরান ক্যাসেমিরো।  ফার্নান্দেসের  পাস থেকে গোলটি করতে ভুল করেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার। 

৫৪ মিনিটে ডি বক্সের কোনা থেকে বাঁ পায়ের বাক খাওয়ানোর শট টি নটিংহাম ফরেস্টের গোলকিপার শরীরটি ছুরি দিয়ে বলটি সেভ করেন। 

৫৫ মিনিটে  কর্নার কিক গর্জন করে ম্যানচেস্টার

৬২ মিনিটে নটিংহাম ফরেস্টের খেলোয়াড় অ্যান্টনিকে ফাউল করার জন্য হলুদ কার্ডটি দেখেন। 

৬৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া এন্টনির বাঁ পায়ের শট টি দ্বিতীয় পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

৬৮ মিনিটে লাল কার্ডটি দেখেন নটিংহাম ফরেস্টের খেলোয়াড়। ডি বক্সের সামনে ইচ্ছাকৃতভাবে ফার্নান্দেসকে ফাউল করলে রেড কার্ড দেখানোর রেফারি। 

৭৪ মিনিটে কর্নার কিক টি পায় ইউনাইটেড। 

৭৫ মিনিটে রাশর্ফোডকে ডি বক্সের মধ্যে  ফাউল করলে ইউনাইটেডকে পেনাল্টি দেন রেফারি। ফার্নান্দেস পেনাল্টি থেকে গোল করে ম্যানচেস্টারকে ৩-২ গোলে এগিয়ে দেন। 

৮০ মিনিটে ফ্রি কিক পায় নটিংহাম । 

৮১  মিনিটে নটিংগাম ফরেস্ট দুটি খেলোয়াড় পরিবর্তন করেন

৮২ মিনিটে  হলুদ কার্ড টি দেখেন রাশর্ফোড। 

৮৪ মিনিটে নটিংগাম ফরেস্টের খেলোয়াড়ের নেওয়া শট টি প্রতিহত করেন আন্দ্রে উনারা। 

৮৮ মিনিটে কর্নার কিক  পায় নটিংহাম ফরেস্ট। 

ম্যাচের বাকি সময়টা ইউনাইটেড ১০ জনে খেলা নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে ইউনাইটেড ১১জনে খেলেও আর কোন গোল করতে পারেনি। নটিংহাম  ফরেস্ট কে ৩-২ গোলে হারিয়ে ঘরের মাঠে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন ইউ ম্যানচেস্টার ইউনাইটেডের  খেলোড়াররা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *