Fri. Sep 20th, 2024
Rohit Sharma

ক্রিকেট বিশ্বকাপে নজির গড়লেন রোহিত শর্মা। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে সর্বাধিক শতরান করার  রেকডটি  নিজের নামে করলেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে   বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের দ্রুততম শতরানটি  করেন  মাত্র ৬৩ বলে । এই শতরানের সঙ্গে সঙ্গে তিনি ভাঙলেন আর এক ভারতীয়  কিংবদন্তি খেলোয়াড় শচীন তেন্ডুলকারের বিশ্বকাপের সবচেয়ে বেশি শতরান করার রেকর্ডটি। সচিন তেন্ডুলকার প্রথম খেলোয়াড় যিনি বিশ্বকাপের ইতিহাসে ছয়টি শত রান করেন। রোহিত শর্মা ২০১৯ সালে প্রথম খেলোয়াড় হিসেবে একই বিশ্বকাপে ৫ টি শতরান করার রেকর্ড গড়েন। এর সঙ্গেই তিনি কিংবদন্তি খেলোয়াড় সচিন তেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করেন।রোহিত শর্মা  আফগানিস্তানের বিপক্ষে শতরান টি করে সচিন তেন্ডুলকারের নজিরটি ভেঙে দেন। প্রথম খেলোয়ার হিসেবে বিশ্বকাপ  সাতটি শতরান করার নজিরটি গড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা । 

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরান  

রোহিত শর্মা (ভারত) ৭

শচীন তেন্ডুলকর(ভারত) ৬

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৫

কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ৫

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৪

সৌরভ গাঙ্গুলী গাঙ্গুলী (ভারত) ৪

রোহিত শর্মা ক্রিকেট বিশ্বকাপে ভারতের হয়ে সব থেকে কম বলে শত রান করার রেকর্ডটি নিজের নামে করেছেন আফগানিস্তানের বিরুদ্ধে। এর আগে ভারতের হয়ে সবচেয়ে কম বলে বিশ্বকাপে শতরান করার রেকর্ডটি ছিল ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র সেওবাগের। আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করে বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে কম বলে শতরান করার রেকর্ডটি নিজের নামে করলেন। 

রোহিত শর্মা ৬৩ বল আফগানিস্তান ২০২৩

বীরেন্দ্র সেওবাগ ৮১ বল বারমুডা ২০০৭

বিরাট কোহলি ৮৩ বল বাংলাদেশ ২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *