Sat. Sep 14th, 2024

আয়ারল্যান্ডকে ১৩৩ রানে হারিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার গ্রুপের  শীর্ষস্থান ধরে রাখল শ্রীলংকা

আয়ারল্যান্ডকে ১৩৩ রান হারিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রাখল শ্রীলংকা। কুইন্স স্পোর্টস ক্লাবে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে। আয়ারল্যান্ড টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলংকা দিমুথ করুণারত্নের অনবদ্য শত রানের উপর ভর করে ৩২৫ রানের বিশাল স্কোর করে। প্রথম উইকেট আউট হয় ৪৮ রানে। পি নিসঙ্কা ২০ রান করে ২৬ বলে।৪৮ রানাই শ্রীলংকা দ্বিতীয় উইকেট হয় উইকেট কিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিস এক বলে শূন্য করে আউট হয়। করুনা রত্নে ও সাদিরা সামারা বিক্রমা দুজন মিলে শ্রীলংকার হয়ে  ১৬৮ রানের পার্টনারশিপ করে  তৃতীয় উইকেটের জন্য। শ্রীলংকার তৃতীয় উইকেট আউট হয় ২১৬ রানে  সাদিরা সামারা বিক্রমা ৮৬ বলে ৮২ রানে  আউট হয়। দিমুথ করুনারত্নের  অনবদ্য ১০৩ বলে ১০৩ রান করে  ৮টি চারের সাহায্যে। এছাড়া সি আশালঙ্কা ৩০ বলে ৩৮ করে, ধনঞ্জয় দি সিলভা ৩৫ বলে ৪২ রান করে। শ্রীলংকা ৪৯.৫ ওভারে   সবকটি উইকেট হারিয়ে ৩২৫ রান তোলে। আয়ারল্যান্ডের হয়ে মার্ক আডিয়ার ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেয়, ব্যারি ম্যাকার্থি ৫৬ রান দিয়ে ৩ উইকেট নেয় এবং  গ্যারেথ ডেলানি ৫২ রান দিয়ে 2 উইকেট নেয়।

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড শুরুতে স্টার  ব্যাটসম্যান পল স্টার্লিং ১১ বলে ৬ রান করে লাহিরু কুমারের বলে আউট হয়ে ফিরে যান। শ্রীলংকার  স্পিনার  ওয়ানিন্দু হাসরাঙ্গা অসাধারণ বোলিং এর সামনে আয়ারল্যান্ডের কোন ব্যাটসম্যান তেমন কোন বড় রান রান করতে পারেনি।  হ্যারি টেক্টর ৩৫ বলে ৩৩ রান করে, আগের ম্যাচে আয়ারল্যান্ডের হয়ে শতরান করা খেলোয়ার  কার্টিস ক্যাম্পার ৩১ বলে ৩৯ করে আউট হয়, এবং জর্জ  ডকরেল ৩৪ জলে ২৬ রান করে। আয়ারল্যান্ড ৩১ ওভারে ১৯২ রানে অল আউট হয়। শ্রীলংকার হয়ে সব থেকে বেশি উইকেট নেয় ৭৯ রান দিয়ে ৫ উইকেট হাসারাঙ্গা,মহেশ থেকশানা  ২৯ রান দিয়ে  ২উইকেট এবং শ্রীলংকার  অধিনায়ক দাসুন সনাকা ২১ রান দিয়ে ১ উইকেট নেয়। 

ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে শ্রীলঙ্কা আয়ারল্যান্ডকে ১৩৩ রানে হারিয়ে গ্রুপের শীর্ষস্থানে ধরে রাখল। তিন ম্যাচে তিনটি জয়ের নিয়ে। আয়ারল্যান্ড ৩ ম্যাচে ৩টিতে হরে গ্ৰুপের চতুর্থ স্থানে রয়েছে। এমনকি  আয়ারল্যান্ডের ২০২৩ এর বিশ্বকাপের মূল পর্ব খেলার স্বপ্ন শেষ হয়ে গেল। 

শ্রীলংকার হয়ে শত রান করা  দিমুথ করুনারত্নেনে নির্বাচিত হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *