Sun. Sep 15th, 2024

উয়েফা বর্ষসেরা মনোনীত তিন জন খেলোয়াড়   নাম প্রকাশ করল। ২০২২-২৩ মরশুমের জন্য মনোনীত তিন জন  খেলোড়ায় হলেন  আর্লিং হালান্ড, লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইন। গত মরশুমে দেশ ও ক্লাবের হয়ে অসাধারণ প্রদর্শন করার জন্য তিনজন খেলোয়ারকে উয়েফা বর্ষসেরা খেলোয়ার হিসেবে মনোনীত করেছেন।  আগামী ৩১ আগস্ট বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করতে চলেছে উয়েফা। একই দিনে ২০২৩-২৪ মরশুমের চাম্পিয়ান্স লীগের গ্ৰুপ পর্বের ড্র টি অনুষ্ঠিত হতে চলেছে।

Image Credit :Twitter

এরর্লিং হ্যাল্যান্ড :  নরওয়ে (দেশ)  ম্যানচেস্টার সিটি (ক্লাব) 

২০২২-২৩ মরশুমে ম্যানচেস্টার সিটির হয়ে  ট্রফি জিতেছেন হালান্ড : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: আর্লিং হালান্ড প্রথম মরশুমে ম্যানচেস্টার সিটির হয়ে ১১টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১২ টি গোল ও একটি  অ্যাসিস্ট করেন। 

প্রিমিয়ার লিগ: প্রথম মরশুমে প্রিমিয়ার লিগে সিটির হয়ে হালান্ড ৩৭ টি ম্যাচে ৩৬ টি গোল করে রেকর্ড গড়েন এবং ৮টি অ্যাসিস্ট করেন। 

লিওনেল মেসি : আর্জেন্টিনা (দেশ) ইন্টার মায়ামি (ক্লাব) 

২০২২-২৩ মরশুমে ট্রফি জিতেছেন  লিওনেল মেসি : ২০২২ ফুটবল বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপে সোনার বুট জয়,এবং লিগা ওয়ান চ্যাম্পিয়ন। 

২০২২ফুটবল বিশ্বকাপ : ৭টি ম্যাচে ৭টি গোল ও তিনটি অ্যাসিস্ট করেন মেসি। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ৭টি  ম্যাচে ৪টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন  লিওনেল মেসি। 

লিগা ওয়ান: পিএসজির হয়ে  ৩২ টি ম্যাচে ১৬ টি গোল ও ১৬ টি  অ্যাসিস্ট করেন মেসি। 

কেভিন ডি ব্রুইন : বেলজিয়াম (দেশ) ম্যানচেস্টার সিটি (ক্লাব) 

২০২২-২৩ মরশুমে ট্রফি জিতেছেন কেভিন ডি ব্রুইন : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফ এ কাপ। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ম্যানচেস্টার সিটির হয়ে ১০ টি ম্যাচে ২টি গোল এবং ৭টি অ্যাসিস্ট করেন। এই টুর্নামেন্টে চারবার ম্যান অফ দ্যা ম্যাচের  খেতাব জিতেছেন। 

প্রিমিয়ার লিগ: প্রিমিয়ার লিগে কেভিন ডি ব্রুইন ৩২ টি ম্যাচে  ৭টি গোল এবং ১৬ টি অ্যাসিস্ট করেন ম্যানচেস্টার সিটির হয়ে। 

উয়েফা মনোনীত তিন জন বর্ষসেরা পুরুষ কোচ হলেন :

১।ম্যানচেস্টার সিটি- পেপ গার্দিওলা। 

২  ইন্টার মিলান- সিমোন ইনজাঘি। 

৩। নেপালি- লুসিয়ানো স্পালেত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *