Fri. Sep 20th, 2024

 শুভমান গিল ও যশস্বীর  ১৬৫ রানের পার্টনারশিপ এর উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজকে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেটে হারাল ভারত। ৫ ম্যাচের  সিরিজে ২-২  সমতা ফেরালো ভারত। 

West Indies vs India 2023
Image Credit:Twitter

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়  ২০  ওভারে উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম উইকেট আউট হয় ১৯ রানে,  ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট আউট হয় ৫৪ রানে, ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও চতুর্থ উইকেট আউট হয় ৫৫ এবং ৫৭ রানে। পঞ্চম উইকেটের জন্য জুটি বাঁধেন সিমরান হেটমায়ার ও সাই হোপ ৪৯ রানের পার্টনারশিপ করেন, ১০৬ রানে শাই  আউট হয় ২৯ বলে ৪৫ রান। করে শেষ পর্যন্ত  ইমরান হেটমায়ার  ৩৯ বলে ৬১ রানের ইনিংসে সাহায্যে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট ১ ৭৮ রান করেন। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সিমরান হেটমায়ার ৬১,হোপ ৪৫,কিং ১৮,মেয়ার্স ১৭,ওডেন স্মিত ১৫ রান করেন। 

ভারতের হয়ে আর্শদীপ সিং ৩ উইকেট নেন, কুলদীপ যাদব ২টি  উইকেট নেয়  এবং মুকেশ কুমার ও অক্ষয় প্যাটেল ১টি করে উইকেট নেন। 

জবাবে ১৭৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার শুভমান গিল ও যশস্বী  ১৬৫ রানের পার্টনারশিপ করে। ভারতকে সহজেই ১৭৯ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সাহায্য করে। ভারত ১৭ ওভারে প্রয়োজনই ১৭৯ রান করে এক উইকেট হারিয়েই।  ভারতের হয়ে যশস্বী ৫১ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন শুভমন গিল  ৪৭ বলে ৭৭ রান করে আউট হন এবং তিলক বর্মা পাঁচ বলে সাত রান করে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচে সিরিজে সমতায় ফিরলো ভারত। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি উইকেট নেন রোমিও শেফার্ড। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *