Mon. Apr 21st, 2025

হুবার্ট হুরকাজকে চার সেটার লড়াই হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ।  উইম্বলডনের চতুর্থ রাউন্ডের ম্যাচে হুবাট হুরকাজকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন নোভাক জোকোভিচ। নোভাক হারালেন ৭-৬ ৭-৬ ৫-৭ ৬-৪ সেটে। এই জয়ের ফলে উইম্বলডনের ১৪ বার কোয়ার্টার ফাইনালে উঠলেন। 

রবিবার রাতে চতুর্থ রাউন্ডের ম্যাচে  ২-০এগিয়ে যায় জোকোভিচ।  রবিবার রাত ১১ টার পর  কারফিউর কারণে ম্যাচটি স্থগিত রাখা হয়। রবিবার রাতে খেলাটি যেখানে শেষ হয় সেখান থেকে সোমবার শুরু হয়। চারটি সেটের মধ্যে তৃতীয় সেট টিতে  হারতে হয় জোকোভিচকে ৫-৭  । প্রথম দুটি সেটে ট্রাইবেকারে জেতে জোকোভিচ ৭-৬,৭-৬।  ৬-৪  চতুর্থ সেটটি জেতে । 

নোভাক জোকোভিচ শেষ ১৪ টি ট্রাইবেকারে জিতেছে। শেষ বার অস্ট্রেলিয়ান ওপেনে  ট্রাইবেকার টি  হেরেছিলেন। এই জয়ের ফলে উইম্বলডনের ১৪তম  কোয়ার্টার ফাইনালে উঠলেন। যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে রইলেন জিমি কোনর্সের সঙ্গে । প্রথম স্থানে রয়েছেন রজার ফেডারার ১৮ বার । 

কোয়াটার ফাইনালের নোভাক জোকোভিচের প্রতিপক্ষ হলেন আন্দ্রে রূবলেভ। চতুর্থ  রাউন্ডের   ম্যাচে আলেকজান্ডার বুবলিকে ৫ সেটের লড়াইয়ে ৭-৫, ৬-৩, ৬-৭, ৬-৭,৬-৪ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। 

আগামীকাল ভারতীয় সময় ৭:১৫ মিনিটে সেন্টার কোটে আন্দ্রে  রূবলেভ ও নোভাক জোকোভিচ কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *